ছবিঃ সংগৃহীত
চাপাইনবাবগঞ্জের সীমান্তে গাছকাটা নিয়ে সম্প্রতি উত্তেজনা সৃষ্টি হয়েছে। ভারতীয় নাগরিকরা বাংলাদেশ সীমান্তে প্রবেশ করে বাংলাদেশিদের আম গাছ কেটে ফেলতে শুরু করলে দুই দেশের নাগরিকদের মধ্যে বাগবিতণ্ডা শুরু হয়। পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে এবং সংঘর্ষের ঘটনা ঘটে, যার ফলে কয়েকজন বাংলাদেশি নাগরিক আহত হন।
প্রাথমিকভাবে ঘটনাটি ঘটেছিল আজ সকাল ১১টার দিকে, যখন বেশ কয়েকজন ভারতীয় নাগরিক বাংলাদেশের সীমান্তে প্রবেশ করে এবং গাছ কাটতে থাকে। এই ঘটনায় স্থানীয়দের মধ্যে তীব্র প্রতিক্রিয়া দেখা দেয় এবং তা সংঘর্ষে পরিণত হয়।
বর্তমানে বিজিবি (বর্ডার গার্ড বাংলাদেশ) ঘটনাস্থলে অতিরিক্ত সৈন্য মোতায়েন করেছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা চলছে। তবে মাঝে মাঝে সীমান্ত এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ছে এবং নিরাপত্তা বাহিনী সতর্ক অবস্থায় রয়েছে।
মারিয়া