ছবিঃ সংগৃহীত
বিএনপির ভাইস চেয়ারম্যান ড. আসাদুজ্জামান রিপন সংস্কার কার্যক্রমের নামে বিরাজনীতিকরণের কোনো ষড়যন্ত্র যেন না করা হয়, সে বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন।
তিনি বলেন, "সংস্কারের নামে বিরাজনীতিকরণ করার কোনো দুরভিসন্ধি কারও মাথায় থাকা উচিত নয়। যারা গণতন্ত্রকে তোয়াক্কা করেন না, জনগণের ভোটের মূল্য দেন না এবং ফ্যাসিবাদ কায়েম করে গুম-খুনের মাধ্যমে ক্ষমতায় থাকার চেষ্টা করেন, তাদের বিরুদ্ধে গণঅভ্যুত্থান অনিবার্য। ইতিহাসে আমরা দেখেছি, যেমন ১৯৬৯ সালের গণঅভ্যুত্থানের পর নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল।"
ড. রিপন আরও উল্লেখ করেন, "গণভবনে বসে যিনি ফ্যাসিবাদ পরিচালনা করেন, জনগণের কণ্ঠরোধ করেন এবং গুমের রাজনীতি চালান, তাদের বিরুদ্ধে গণজাগরণ শুরু হবে। সারা বিশ্বে গণঅভ্যুত্থানের পরই নির্বাচন হয়, আর সেই নির্বাচনে জনগণের মতামত প্রতিফলিত হয়।"
তিনি জনগণের অধিকার ও গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।
তথ্যসূত্রঃ
মারিয়া