ছবিঃ সংগৃহীত
চাঁপাইনবাবগঞ্জের কিরণগঞ্জ সীমান্তে বাংলাদেশের অভ্যন্তরে ঢুকে আম গাছ কাটাকে কেন্দ্র করে উত্তেজনা দেখা দিয়েছে। শনিবার (১৮ জানুয়ারি) সকালে ভারতের সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) ও সীমান্তবর্তী ভারতীয় জনগণ বাংলাদেশের ভেতরে প্রবেশ করে গাছ কেটে ফেলার সময় এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানায়, বিএসএফ এবং ভারতীয় লোকজন বাংলাদেশের সীমানায় প্রবেশ করে আম গাছ কেটে ফেললে তা প্রতিহত করতে এগিয়ে আসে স্থানীয়রা। খবর পেয়ে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ঘটনাস্থলে উপস্থিত হয়।
এসময় বিএসএফের সদস্যরা টিয়ারশেল নিক্ষেপ এবং হাতবোমার বিস্ফোরণ ঘটায়। এতে অন্তত পাঁচজন বাংলাদেশি কৃষক আহত হন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য বিজিবির অতিরিক্ত সদস্যদের মোতায়েন করা হয়েছে।
বিজিবি এবং স্থানীয়দের কড়া অবস্থানের মুখে বিএসএফ সদস্যরা পিছু হটতে বাধ্য হয়। তবে ঘটনাটি কেন্দ্র করে সীমান্ত এলাকায় উত্তেজনা বিরাজ করছে।
এর আগে, চাঁপাইনবাবগঞ্জের চৌকা সীমান্তে নো-ম্যানস ল্যান্ডে কাঁটাতারের বেড়া নির্মাণ নিয়েও দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে উত্তেজনা দেখা দিয়েছিল।
রিফাত