ঢাকা, বাংলাদেশ   শনিবার ১৮ জানুয়ারি ২০২৫, ৫ মাঘ ১৪৩১

সাহায্য না পেয়ে শহীদ হয়েছিলেন রিকশাচালক ইসমাইল

প্রকাশিত: ১৬:০৭, ১৮ জানুয়ারি ২০২৫

সাহায্য না পেয়ে শহীদ হয়েছিলেন রিকশাচালক ইসমাইল

ছবি- রাকিব হাসান

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে  শহীদ হয়েছেন  রিকশাচালক ইসমাইল। রামপুরার ডেল্টা হেলথ কেয়ারের সামনে পুলিশের গুলি খেয়ে পড়ে যান। হামাগুড়ি দিয়ে সহযোগিতা চায় হাসপাতালের নিরাপত্তা কর্মীদের (গেট দারোয়ান) কাছে। কিন্তু  হাসপাতাল নিরাপত্তা কর্মী গেট খুলে দেয়নি। 

অতিরিক্ত রক্তক্ষরণে সিঁড়ির উপরেই প্রাণ হারায় শহীদ ইসমাইল। 

 

বৈষম্যবিরোধী আন্দোলনের সময়ের ভিডিও বিশ্লেষণ করে পুলিশ দেখতে পায়, রাজধানীর রামপুরার ডেল্টা হেলথ কেয়ার হাসপাতালের সামনে আন্দোলন চলাকালে গুলি খেয়ে আছড়ে পড়েন রিকশাচালক ইসমাইল। পরে সে হামাগুড়ি দিয়ে হাসপাতালের নিরাপত্তাকর্মীদের কাছে সহোযোগিতা চায়। তাকে মৃত্যুর মুখে দেখেও কেউ দরজা খোলেনি। অতিরিক্ত রক্তক্ষরণের কারণে সিঁড়ির ওপরই প্রাণ হারান ইসমাইল।

মনিষা মিম

×