ছবি- সংগৃহীত
মিয়ানমারের ইয়াঙ্গুন থেকে টেকনাফ স্থলবন্দরে আসার পথে নাফ নদীর মোহনায় আটকে দেয়া পণ্যবাহী কার্গো দুইটি এখনও ছাড়েনি আরাকান আর্মি। দেশটির বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি তাদের কাছে আটকে রেখেছে। এসব কার্গোতে ৫০ হাজার বস্তা শুঁটকি, সুপারি, কফিসহ বিভিন্ন পণ্য রয়েছে বলে জানা গেছে।
এর আগে, বুধবার (১৫ জানুয়ারি) মিয়ানমারের ইয়াঙ্গুন থেকে টেকনাফ স্থলবন্দরে আসার পথে নাফ নদীর জলসীমা নাইক্ষ্যংদিয়ায় তল্লাশির কথা বলে কার্গো দুইটি আটকে দেয় আরাকান আর্মি।
বিষয়টি নিশ্চিত করে টেকনাফ স্থলবন্দর পরিচালনাকারী প্রতিষ্ঠান ইউনাইটেড ল্যান্ড পোর্ট লিমিটেডের এক কর্মকর্তা জানান, দুই দিন পার হলেও কার্গো বোট দুইটি ছাড়েনি আরকান আর্মি। কার্গো ২টি মিয়ানমারের জলসীমায় আছে। এসব কার্গো বোটে ৫০ হাজার বস্তা শুঁটকি, সুপারি, কফিসহ বিভিন্ন পণ্য রয়েছে।টেকনাফ-২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আশিকুর রহমান বলেন, টেকনাফ স্থলবন্দরে আসার পথে মিয়ানমারের জলসীমায় পণ্যবাহী কার্গো বোটে তল্লাশি চালানো হয়েছে বলে শুনেছি। এটি আমাদের জলসীমানার বাইরে।
টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ এহসান উদ্দিন বলেন, মিয়ানমার জলসীমানা থেকে টেকনাফ স্থলবন্দরে আসার পথে পণ্যবাহী কার্গো আটকের খবর শুনেছি।