ছবিঃ সংগৃহীত
সিলেটের মাহফিলে জনপ্রিয় ইসলামি বক্তা মিজানুর রহমান আজহারীর বক্তব্য চলাকালে ঘটে যাওয়া বিশৃঙ্খলায় হতবাক ও ক্ষুব্ধ হয়েছেন পিনাকী ভট্টাচার্য। তিনি বলেন, সিলেটে যেভাবে মিজানুর রহমান আজহারীর মাহফিলে হট্টগোল করেছে কিছু মানুষ। তাতে আমি হতবাক ও ক্ষুব্ধ। আমি এই ঘটনায় বড় ধরনের ষড়যন্ত্রের আভাস পাচ্ছি।
তিনি আরো বলেন, ভারত জনপ্রিয় ইসলামি বক্তাদের ভয় পায়। সে জন্য মাওলানা দেলোয়ার হোসাইন সাঈদীর উপরে চড়াও হয়েছিল ভারত। আজহারী ভারতের জন্য বড় একটি হুমকি। কারণ সংঘবদ্ধ মুসলমানে ভারতের ভয়। আজহারী কোন রাজনীতি করে না। তাই তাকে যুদ্ধাপরাধীও বানাতে পারবে না, তার বয়স কম। ভালো কথা বলে সে, আধুনিক মননশীল এই রকম একজন ব্যক্তিকে ভারত কখনো সহ্য করবে না।
পিনাকী বিএনপি নেতাদের প্রতিও অভিযোগ তুলে বলেন, বিএনপি নেতারা সরাসরি বলেছিলো মাহফিলে হেনস্তা হতে হবে আজহারীকে। তাই এই হট্টগোলে তাদের হাত থাকতে পারে।
তার কয়েকদিন আগে বিএনপির এক যুবদল নেতা প্রকাশ্যে বলেন, মিজানুর রহমান আজহারী বিএনপি নিয়ে কথা বলে, এত সাহস সে কোথায় পায়। তাকে মাহফিলে হেস্তনেস্ত হতে হবে। আজহারীকে দেশান্তর করার হুমকিও দেয় বিএনপির ওই নেতা।
রিফাত