আটককৃত ছাত্রলীগ নেতা শিমুল। ছবি: সংগৃহীত
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) ছাত্রদল নেতার সাথে ঘুরতে এসে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির উপ-দপ্তর সম্পাদক শিমুলকে প্রক্টরিয়াল বডি ও শিক্ষার্থীরা আটক করে পুলিশের হাতে তুলে দিয়েছে। তবে তাকে ছাড়ানোর জন্য তদবির করায় বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের আহ্বায়ক কমিটির এক যুগ্ম আহ্বায়ককেও পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে।
গতকাল শুক্রবার (১৭ জানুয়ারি) রাত সাড়ে ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ের কলা ও মানবিকী অনুষদের সামনে থেকে তাদের পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
আটক হওয়া ছাত্রলীগ নেতার নাম মিরাজুল ইসলাম খান, যিনি শিমুল নামেও পরিচিত। তিনি কেন্দ্রীয় ছাত্রলীগের জয়-লেখক কমিটির উপ-দপ্তর সম্পাদক ছিলেন।
অন্যদিকে, তদবিরকারী ছাত্রদল নেতা আহমদ উল্লাহ বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশ বিভাগের ৪৩তম ব্যাচের শিক্ষার্থী এবং শাখা ছাত্রদলের বর্তমান কমিটির যুগ্ম আহ্বায়ক।
ভিডিও লিংক: https://youtu.be/-_bW3CwPDac?si=WCBBBtiJyLupuwmi
নাহিদা