সম্প্রতি আওয়ামী লীগ সমর্থিত অনলাইন প্লাটফর্ম এ টিম কর্তৃক আজ ১৮ জানুয়ারি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের পদত্যাগসহ বেশকিছু দাবিতে হরতাল আহ্বান করা হয়েছে। এরই প্রেক্ষিতে ‘হরতালের সমর্থনে সিলেটে আওয়ামী লীগের মশাল মিছিল ও পিকেটিং’ শীর্ষক ক্যাপশনে একটি ভিডিও ইন্টারনেটে বিভিন্ন মাধ্যমে প্রচার করা হয়েছে৷
রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, আলোচিত দাবিতে প্রচারিত ভিডিওটি ১৮ জানুয়ারির হরতাল সমর্থনে আওয়ামী লীগের মশাল মিছিলের নয় বরং, বিএনপির মশাল মিছিলের পুরোনো একটি ভিডিও উক্ত দাবিতে প্রচার করা হয়েছে৷ এ বিষয়ে অনুসন্ধানে আলোচিত ভিডিওটি পর্যবেক্ষণ করে এতে জাতীয় দৈনিক সমকালের লোগো ও ‘সিলেট’ লোকেশন আইকন দেখতে পাওয়া যায়৷ উক্ত সূত্রে সমকালের ইউটিউব চ্যানেলে ২০২৩ সালের ১৮ নভেম্বর প্রকাশিত একটি ভিডিও খুঁজে পাওয়া যায়। উক্ত ভিডিওর সাথে আলোচিত ভিডিওটির সাদৃশ্য পাওয়া যায়।
ভিডিওটির ০০:১৮ থেকে ০০:৪৫ সেকেন্ড পর্যন্ত ও ০১:১১ থেকে ০১:৩৬ সেকেন্ড পর্যন্ত অংশটি ব্যবহার করে আলোচিত ভিডিওটি তৈরি করা হয়েছে।
পরবর্তী অনুসন্ধানে জাতীয় দৈনিক প্রথম আলো’র অনলাইন সংস্করণে ২০২৩ সালের ১৮ নভেম্বর প্রকাশিত ‘সিলেটে হরতালের সমর্থনে বিএনপির মশালমিছিল, পুলিশের ফাঁকা গুলি’ শিরোনামে একটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায়। উক্ত প্রতিবেদনে ব্যবহৃত ছবিগুলোর সাথে আলোচিত ভিডিওতে থাকা দৃশ্যাবলীর মিল রয়েছে৷
প্রতিবেদনে থাকা তথ্যানুযায়ী, সিলেটে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা শনিবার (১৮ নভেম্বর) সন্ধ্যায় তফসিল বাতিলের দাবি এবং রোববার থেকে ৪৮ ঘণ্টার হরতালের সমর্থনে মশালমিছিল করেছেন।
উপরিউক্ত তথ্যাবলী পর্যালোচনা করলে এটা স্পষ্ট যে, আলোচিত ভিডিওটি ২০২৩ সালের ১৮ নভেম্বর হরতাল সমর্থনে সিলেটে বিএনপির মশাল মিছিলের৷ অর্থাৎ, ভিডিওটি সাম্প্রতিক সময়ের নয় এবং হরতাল সমর্থনে সিলেটে আওয়ামী লীগের মশাল মিছিলের নয়৷
সুতরাং, হরতাল সমর্থনে সিলেটে আওয়ামী লীগের মশাল মিছিল ও পিকেটিং দাবিতে হরতাল সমর্থনে বিএনপির মশাল মিছিলের পুরোনো ভিডিও প্রচার করা হচ্ছে; যা সম্পূর্ণ মিথ্যা।
ফুয়াদ