ঢাকা, বাংলাদেশ   শনিবার ১৮ জানুয়ারি ২০২৫, ৫ মাঘ ১৪৩১

নির্বাচন নিয়ে যা বললেন সারজিস আলম

প্রকাশিত: ০৭:০৬, ১৮ জানুয়ারি ২০২৫

নির্বাচন নিয়ে যা বললেন সারজিস আলম

সংস্কার ছাড়া তড়িঘড়ি করে জাতীয় নির্বাচন করা অন্তবর্তীকালীন সরকারের জন্য কঠিন।জাতীয় নির্বাচনের জন্য দ্রুত প্রস্তুতি নেওয়া অন্তর্বর্তীকালীন সরকারের জন্য একটি বড় চ্যালেঞ্জ হয়ে উঠবে, যদি প্রয়োজনীয় সংস্কারগুলো না করা হয়—এমন মন্তব্য করেছেন শহীদ জুলাই স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সারজিস আলম। তার মতে, আগামী ছয় মাস নির্বাচনের জন্য যৌক্তিক সময় হিসেবে বিবেচিত হতে পারে না।

শুক্রবার পঞ্চগড়ে এক কম্বল বিতরণী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের একথা বলেন তিনি।

সারজিস আলম বলেন, “যারা সংস্কার নিয়ে কাজ করছে, তারা বসে নেই। প্রতিনিয়ত সংস্কার কার্যক্রম চালিয়ে যাচ্ছে। নির্বাচন কমিশন, ভোটার তালিকা হালনাগাদসহ নির্বাচনী প্রক্রিয়ার দায়িত্বে থাকা সংশ্লিষ্ট সংস্থাগুলো তাদের নিজস্ব ধারা অনুযায়ী কাজ করে যাচ্ছে। তবে স্বচ্ছ ও গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করতে যে সময় প্রয়োজন, তা অন্তর্বর্তীকালীন সরকারকে দেওয়া উচিত।”

তিনি আরও বলেন, “একটি সুষ্ঠু নির্বাচনের জন্য সময় অত্যন্ত গুরুত্বপূর্ণ। আগামী ছয় মাসে এই লক্ষ্যে পৌঁছানো সম্ভব নয়। তাড়াহুড়ো করে জাতীয় নির্বাচন আয়োজন করলে তা দেশ ও জাতির জন্য ক্ষতিকর হতে পারে।”

 স্বচ্ছ নির্বাচনের জন্য যে সময়টুকু দরকার ওই সময়টুকু অন্তর্ভুক্ত কালীন সরকারকে দিতে হবে। নির্বাচনের জন্য আগামী ছয় মাস কোনভাবেই যৌক্তিক সময় হতে পারে না। 

আফরোজা

×