ঢাকা, বাংলাদেশ   শনিবার ১৮ জানুয়ারি ২০২৫, ৫ মাঘ ১৪৩১

হাসনাতকে পাশে বসিয়ে যা বললেন মাদানী

প্রকাশিত: ০২:৩৪, ১৮ জানুয়ারি ২০২৫

হাসনাতকে পাশে বসিয়ে যা বললেন মাদানী

ছবি: সংগৃহীত

গত সোমবার কারামুক্তি পেয়ে আলোচনায় আসা বিএনপি নেতা লুতফুজ্জামান বাবরের মুক্তি নিয়ে ইসলামিক আলোচক রফিকুল ইসলাম মাদানী একটি ওয়াজ মাহফিলে তার উচ্ছ্বাস প্রকাশ করেছেন। মাদানী বাবরের মুক্তিকে স্বাগত জানিয়ে তাকে 'লৌহমানব' আখ্যা দেন এবং তার সাহসিকতার প্রশংসা করেন।

তিনি বলেন, “আজকের দিনটি ভারতের জন্য ভয়াবহ, কিন্তু বাংলাদেশের জন্য এটি আনন্দের খবর। বাবর আমাদের নেত্রকোনার গর্ব, তার সাহসিকতা আমাদের সকলকে অনুপ্রাণিত করবে।”

মাহফিলে উপস্থিত বৈষম্য বিরোধী আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ তার বক্তব্যে স্থানীয় গ্রামে প্রচলিত সুদ ব্যবস্থার বিরুদ্ধে প্রতিবাদ জানান। তিনি জানান, সামাজিকভাবে সুদ থেকে বিরত থাকার মাধ্যমে ঋণ সহজলভ্য করা সম্ভব এবং সবাইকে সুদ থেকে দূরে থাকার জন্য আহ্বান জানান।

মাদানী আরও বলেন, বাবরের মুক্তি শুধু একটি রাজনৈতিক ঘটনা নয়, এটি দেশের যুব সমাজের মধ্যে ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানানোর সুযোগ তৈরি করেছে। তিনি বলেন, “হিন্দুত্ববাদীরা যদি বাংলাদেশের ভূখণ্ডে চোখ রাখে, তাদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলা হবে।”

এছাড়া, মাহফিলে তার বক্তৃতায় বাংলাদেশে ইসলামপন্থীদের উপর অতীতে যেসব নির্যাতন হয়েছে, তা নিয়েও তিনি কথা বলেন।

তিনি জানান, “আমি নিজে ৩২ মাস কারাগারে কাটিয়েছি, এবং আমাদের ওপর যে নির্যাতন হয়েছে, তা কেউ অস্বীকার করতে পারে না। তবে আমরা কখনো চুপ ছিলাম না, বরং প্রতিটি আন্দোলনে অংশগ্রহণ করেছি।”

ভিডিও দেখুন: https://youtu.be/U1iqOVcMxIs?si=M9nDSW8RQSBKgVGL

এম.কে.

×