প্রেস সচিব শফিকুল আলম
প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম কারও নামে ঘৃণা না ছড়ানোর আহ্বান জানিয়ে বলেন, ফ্যাসিবাদী শাসনের সময় যাঁরা সাফাই গেয়ে কলাম লিখেছিলেন, তাঁদের লেখা সংগ্রহ করে গবেষণা করে বই প্রকাশ করার দরকার।
তিনি বলেন, “কারও নামে ঘৃণা ছড়াবেন না, আমাদের লক্ষ্য কাউকে শাস্তি দেওয়া নয়। বরং গবেষণা করে যাঁরা বিভ্রান্তিকর বয়ান তৈরি করেছিলেন, তাঁদের মুখোশ উন্মোচন করা জরুরি।”
শফিকুল আলম আরও বলেন, বিগত শাসনামলে খুনকে বৈধতা দেওয়ার মতো ভয়াবহ বয়ান তৈরি হয়েছিল, যা সমাজে ভয়াবহ প্রভাব ফেলেছিল। ভবিষ্যতে বাংলাদেশে ফ্যাসিবাদের বীজ যাতে আর রোপিত না হয়, সে জন্য সবাইকে সচেতন থেকে কাজ করার আহ্বান জানান তিনি।
আজ শুক্রবার বিকেলে রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে ‘ফ্যাসিবাদমুক্ত গণমাধ্যম চাই’ নামের সংগঠন আয়োজিত ‘গণমাধ্যম সংস্কার প্রস্তাব: নাগরিক ভাবনা’ শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই শুধু কথায় নয়, গবেষণার মাধ্যমে সত্য উন্মোচন করে ভবিষ্যতের জন্য সতর্ক থাকতে হবে। গণমাধ্যমের স্বাধীনতা ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান তিনি।
আশিক