ঢাকা, বাংলাদেশ   শনিবার ১৮ জানুয়ারি ২০২৫, ৪ মাঘ ১৪৩১

এই সরকার কোন ব্যাপারেই সিরিয়াস না: মাসুদ কামাল

প্রকাশিত: ২৩:৫৪, ১৭ জানুয়ারি ২০২৫

এই সরকার কোন ব্যাপারেই সিরিয়াস না: মাসুদ কামাল

সরকারের কর্মকাণ্ডে দায়িত্বশীলতার অভাব ও নন-সিরিয়াস আচরণ নিয়ে সমালোচনা করেছেন সিনিয়র সাংবাদিক মাসুদ কামাল। সম্প্রতি এক আলোচনায় তিনি সরকারের বিভিন্ন সিদ্ধান্ত ও কার্যক্রমের প্রতি কটাক্ষ করেন এবং দাবি করেন যে, সরকার কোনো বিষয়কেই যথাযথ গুরুত্ব দিচ্ছে না।

মাসুদ কামাল উদাহরণ হিসেবে উল্লেখ করেন, ঘোষণাপত্র তৈরির বিষয়টি। তিনি বলেন, ঘোষণাপত্র তৈরির দাবি এসেছিল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং নাগরিক কমিটির পক্ষ থেকে। তারা ৩১ ডিসেম্বর ঘোষণাপত্র প্রকাশের প্রস্তুতি নিচ্ছিল। কিন্তু সরকার একদিন আগেই, ৩০ ডিসেম্বর, হঠাৎ করে বলল, তারা নিজেরাই এই ঘোষণাপত্র প্রকাশ করবে। এরপর শিক্ষার্থীরা ১৫ জানুয়ারির মধ্যে ঘোষণাপত্র প্রকাশের জন্য সরকারকে আল্টিমেটাম দেয়। তবে সরকার এই বিষয়টিকেও গুরুত্ব দেয়নি।

তিনি আরও অভিযোগ করেন, সরকার আল্টিমেটাম শেষ হওয়ার পরই বিষয়টি নিয়ে আলোচনা শুরু করে। তিনি বলেন, এতে সরকারের পক্ষ থেকে স্পষ্ট বার্তা যায় যে, তারা শিক্ষার্থীদের দাবিকে গুরুত্ব দেয় না। এমনকি বৈঠকের জন্য যে আহ্বান জানানো হয়েছিল, তাও ছিল নন-সিরিয়াস। হোয়াটসঅ্যাপে ম্যাসেজ দিয়ে অনেককে ডাকা হয়েছে। এর ফলে সিপিবি বৈঠকে অংশ নেয়নি।

সরকারের কাজের ধরনকে নন-সিরিয়াস আখ্যা দিয়ে তিনি বলেন, ঘোষণাপত্রের যদি প্রয়োজন না থাকে, সেটাও স্পষ্টভাবে বলা উচিত ছিল। কিন্তু তা না করে সরকার বিষয়টিকে গুরুত্বহীন করে রেখেছে। সরকার যদি সত্যিই সিরিয়াস হতো, তবে ৩১ ডিসেম্বরই সব রাজনৈতিক দলের কাছে ঘোষণাপত্রের ড্রাফট পাঠিয়ে দিত।

সরকার প্রধানের সাম্প্রতিক আচরণ নিয়েও তিনি অসন্তোষ প্রকাশ করেন। মাসুদ কামাল বলেন, প্রধান উপদেষ্টা কিছুদিন আগে একটি সাক্ষাৎকারে যে অঙ্গভঙ্গি ও বক্তব্য দিয়েছেন, তাও ছিল নন-সিরিয়াস। নাগরিক হিসেবে সরকারের এই ধরনের আচরণ আমাকে অসহায় বোধ করায়।

বিএনপির বক্তব্যের প্রসঙ্গে মাসুদ কামাল বলেন, বিএনপির বক্তব্য হলো, পাঁচ মাস পরে ঘোষণাপত্র কেন, এইটা খুবই বেসিক একটা পয়েন্ট। যার উত্তর সরকারের কাছে নেই। তাদের আরেকটা বক্তব্য হলো এমন কিছু করা যাবে না, যেন আন্দোলনে যারা অংশীদার ছিলো এই দলগুলোর মধ্যে কোন ফাটল ধরে। তারমানে সবাইকে খুশি করে এই কাজটা করতে হবে। কিন্ত ঘোষণাপত্র কি সবাইকে খুশি করে দেয়া সম্ভব! স্বাধীনতার ঘোষণাপত্রেও তো সবাই খুশি হয় নাই।

সরকারের দায়িত্বজ্ঞানহীনতার প্রতি ইঙ্গিত করে তিনি বলেন, সরকারের এমন ভুল সিদ্ধান্ত জাতির জন্য ভয়াবহ ক্ষতির কারণ হতে পারে। আমরা যাদের হাতে দায়িত্ব দিয়েছি, তারা যদি কোনোকিছুই গুরুত্ব দিয়ে না দেখে, তবে রাষ্ট্রের ভবিষ্যৎ নিয়ে আমরা শঙ্কিত।

 

সূত্রঃ https://youtu.be/Pp1r2t_UHYg?si=dT4SmUdmDr97_pG1

রিফাত

×