ঢাকা, বাংলাদেশ   শনিবার ১৮ জানুয়ারি ২০২৫, ৪ মাঘ ১৪৩১

অপরাধমুক্ত সীমান্ত চাই আমরা: ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র

প্রকাশিত: ১৯:৩৮, ১৭ জানুয়ারি ২০২৫

অপরাধমুক্ত সীমান্ত চাই আমরা: ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র

ছবি: সংগৃহীত

সীমান্তে বিএসএফের কাঁটাতারের বেড়া দেওয়া নিয়ে ভারত ও বাংলাদেশের মধ্যে কয়েকদিন ধরে বেশ উত্তেজনা দেখা দিয়েছে। 

শুক্রবার (১৭ জানুয়ারি) সাপ্তাহিক ব্রিফিংয়ে কথা বলেছেন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জসওয়াল। সেখানে বাংলাদেশের সাথে কেমন সম্পর্ক রাখবেন তা নিয়ে কথা বলেছেন তিনি। 

তিনি বলেন, “আমরা বাংলাদেশ-ভারত সম্পর্ক নিয়ে আমাদের অবস্থান একাধিকবার স্পষ্ট করেছি। আমাদের পররাষ্ট্র সচিব ঢাকা সফরে গিয়েছিলেন। তিনি জানিয়ে এসেছেন, আমরা ইতিবাচক সম্পর্ক চাই।”  

তিনি আরও বলেন, “আমরা ইতিবাচক দিকে এগোতে চাই। আমরা বাংলাদেশ-ভারতের মধ্যে এমন সম্পর্ক চাই যা দুই দেশের জনগণের জন্য কল্যাণকর হবে। এটি হলো আমরা ইতিবাচক অবস্থান এবং আমাদের এ চাওয়া অব্যাহত আছে।”

সীমান্তে কাঁটাতারের বেড়া নিয়ে বলেন, “আমরা বাংলাদেশি বন্ধুদের সঙ্গে যা বলেছি তা আবারও বলছি, আন্তঃসীমান্ত অপরাধমূলক কার্যক্রম, পাচার, কাঁটাতারের বেড়া, লাইট ও প্রযুক্তিগত ডিভাইস স্থাপন এবং গবাদি পশুর বেড়া নির্মাণ করে অপরাধমুক্ত সীমান্ত চাই আমরা।”

এইদিকে ভারত দাবি করছে, তারা চুক্তি অনুযায়ী বেড়া তৈরি করছে। ঢাকা জানিয়েছে, সাবেক সরকারের আমলে হওয়া এ চুক্তি পর্যালোচনা করা হবে।

শিলা ইসলাম

×