ছবি: সংগৃহীত।
রাজধানীর হাজারীবাগে শুক্রবার দুপুরে ভয়াবহ অগ্নিকাণ্ডে এক ব্যবসায়ীর ২৩ বছরের সংগ্রামের ফসল পুড়ে ছাই হয়ে গেছে। কান্নাভরা চোখে দাঁড়িয়ে নিজের স্বপ্নের ভাঙন প্রত্যক্ষ করছিলেন তিনি।
তিনি বলেন, ওইতো আমার দোকান পুড়ছে গিফট আইটেম এবং ইভেন্ট ম্যানেজমেন্টের সবকিছুর দোকান ছিল আমার।
অসহায় কণ্ঠে তিনি আরও বলেন, আমার সব কিছু এখানে ছিল। আজ সব শেষ হয়ে গেল। করোনার পর থেকে আর ঠিকমতো দাঁড়াতে পারিনি। আজ সব শেষ। কতবার আর ভাঙা যায়? আমার ২৩-২৪ বছরের অর্জন চোখের সামনে পুড়ছে। হে আল্লাহ, আমি এমন কিছু কোনোদিন চাইনি।
প্রত্যক্ষদর্শীরা জানান, আগুন সাত তলা ভবনের পাঁচ তলা থেকে শুরু হয়ে দ্রুত ছড়িয়ে পড়ে। ফায়ার সার্ভিসের ১১টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করলেও ভবনের অধিকাংশই পুড়ে গেছে।
ট্যানারির গোডাউনে কেমিক্যাল মজুত থাকার সম্ভাবনা থেকে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে বলে ধারণা করছে ফায়ার সার্ভিস। উদ্ধার কাজে সহায়তার জন্য সেনাবাহিনী ও বিজিবির এক প্লাটুন সদস্য মোতায়েন করা হয়েছে।
সূত্র: https://www.youtube.com/watch?v=kbMYKxUeVxM
সায়মা ইসলাম