ছবি: সংগৃহীত।
সরকারি কর্মকর্তা-কর্মচারীদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে সতর্ক থাকার নির্দেশনা দিয়েছে সরকার। বৃহস্পতিবার (১৭ জানুয়ারি) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এক আদেশে এ নির্দেশ দেওয়া হয়। নির্দেশনায় বলা হয়েছে, কেউ এই নীতিমালা লঙ্ঘন করলে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সচিব, বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসকদের নির্দেশ দেওয়া হয়েছে।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের আদেশে উল্লেখ করা হয়, কিছু সরকারি কর্মকর্তা-কর্মচারী সামাজিক যোগাযোগমাধ্যমে তাদের ব্যক্তিগত অ্যাকাউন্ট থেকে পরিহারযোগ্য বিষয় পোস্ট করছেন। "সরকারি প্রতিষ্ঠানে সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার নির্দেশিকা, ২০১৯" অনুযায়ী, এসব পোস্ট চাকরিবিধির পরিপন্থি এবং অগ্রহণযোগ্য।
নির্দেশনায় আরও বলা হয়, ব্যক্তিগত অ্যাকাউন্টে ব্যক্তি, প্রতিষ্ঠান বা সরকারকে বিব্রতকর স্ট্যাটাস দেওয়া, গোপন তথ্য শেয়ার করা, বা জাতীয় নিরাপত্তার জন্য হুমকি তৈরি করে এমন কোনো আচরণ অসদাচরণের শামিল। এ ধরনের কার্যক্রম চাকরির আচরণবিধি লঙ্ঘন করার পাশাপাশি জাতীয় নিরাপত্তার জন্যও হানিকর।
এ অবস্থায় জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগকে নির্দেশ দেওয়া হয়েছে, যাতে সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে বিধি অনুযায়ী যথাযথ ব্যবস্থা নেওয়া হয়।
সরকারি চাকরিজীবীদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে আরও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানিয়ে মন্ত্রণালয় বলেছে, এসব আচরণ থেকে বিরত থাকার মাধ্যমে প্রজাতন্ত্রের দায়িত্বশীল কর্মকর্তা হিসেবে ভূমিকা পালন করতে হবে।
সায়মা ইসলাম