ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৭ জানুয়ারি ২০২৫, ৪ মাঘ ১৪৩১

পরিবহন-ট্রাক সংঘর্ষ, নিহত ১, আহত ১০

নিজস্ব সংবাদদাতা, বাকেরগঞ্জ, বরিশাল

প্রকাশিত: ১১:২৫, ১৭ জানুয়ারি ২০২৫; আপডেট: ১১:২৬, ১৭ জানুয়ারি ২০২৫

পরিবহন-ট্রাক সংঘর্ষ,  নিহত ১,  আহত ১০

ছবিঃ সংগৃহীত

বরিশাল পটুয়াখালী মহাসড়কের বাকেরগঞ্জ বাস স্ট্যান্ডের শ্রীমন্ত নদীর ব্রিজের দক্ষিণ পাশে বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) দিবাগত রাত সাড়ে তিনটায় পরিবহন ও ট্রাকের মধ্যে মুখোমুখি সংঘর্ষ ঘটে।

এ ঘটনায় ট্রাক চালক মাহবুব (৪৫) গুরুতর আহত হন। তাকে শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এই দুর্ঘটনায় অন্তত ১০ জন আহত হন। নারায়ণগঞ্জ ট্রাভেলস পরিবহনের চালক সাগর (৩০) কে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে ফায়ার সার্ভিসের একটি ইউনিট গভীর রাতে বাকেরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।

বাকেরগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আবুল কাশেম বলেন, "বাস স্ট্যান্ডে সড়ক দুর্ঘটনার খবর পেয়ে আমরা ঘটনাস্থলে পৌঁছাই। গুরুতর আহতদের বাকেরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য নিয়ে যাই।" তিনি আরও জানান, ঢাকা-আগামী পরিবহন (নারায়ণগঞ্জ ট্রাভেলস) যে লাইসেন্স নম্বর ঢাকা মেট্রো-ব ১৫-৯৪৬৬, বেপরোয়া গতিতে বাকেরগঞ্জ বাস স্ট্যান্ড ব্রিজের দক্ষিণ পাশে আসলে পটুয়াখালী থেকে আসা একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এ ঘটনায় পরিবহনটি সড়কের মধ্যে দুমড়ে-মুচড়ে যায় এবং ট্রাকটি সড়কের পাশের ডোবায় পড়ে যায়।

স্থানীয়রা জানান, ভোর রাত সাড়ে তিনটায় দুর্ঘটনার বিকট শব্দে তারা ঘর থেকে বের হয়ে দেখে একটি যাত্রীবাহী পরিবহন ও ট্রাক মুখোমুখি সংঘর্ষ হয়েছে। পরে ট্রাক ড্রাইভারসহ অন্তত ১০ জন আহত ব্যক্তিকে উদ্ধার করে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

চিকিৎসকরা ট্রাক ড্রাইভার মাহবুব হোসেন (৪৫) কে মৃত ঘোষণা করেন। নিহত মাহবুব হোসেন সাতক্ষীরা জেলার তালা উপজেলার নওয়াপাড়া এলাকার বাসিন্দা বলে জানা গেছে।

বাকেরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শফিকুল ইসলাম দুর্ঘটনায় ১ জন নিহত হওয়ার খবর নিশ্চিত করেছেন।

মারিয়া

×