বর্তমান দেশের অবস্থা অনুযায়ী ৩ দেশের সঙ্গে ভারসাম্য রক্ষা করে সম্পর্ক এগিয়ে নিতে চায় ঢাকা। এনিয়ে পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন জানিয়েছেন, ভারত, চীন এবং মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে ভারসাম্যপূর্ণ সম্পর্ক বজায় রেখে বাংলাদেশের পররাষ্ট্রনীতি এগিয়ে নেওয়া হবে।
গতকাল পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, "বড় দেশগুলোর সঙ্গে সম্পর্ক একটি চলমান প্রক্রিয়া। আমরা কাউকে অসন্তুষ্ট না করে নিজেদের স্বার্থ রক্ষায় এগিয়ে যাব।"
মার্কিন যুক্তরাষ্ট্রে সরকার পরিবর্তন প্রসঙ্গে তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, "মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক কোনো নির্দিষ্ট সরকারের ওপর নির্ভরশীল নয়। নতুন প্রশাসনের কিছু বক্তব্য থাকতেই পারে, তবে এটি স্মুথলি চলবে বলে আমরা বিশ্বাস করি।"
আগামী ২০ জানুয়ারি তৌহিদ হোসেন তার প্রথম দ্বিপক্ষীয় সফরে চীন যাচ্ছেন। সফরে বাংলাদেশ ও চীনের মধ্যে দ্বিপক্ষীয় সম্পর্ক উন্নয়নের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হবে। সফর শেষে তিনি ২৪ জানুয়ারি দেশে ফিরবেন।
সাংবাদিকদের সঙ্গে আলাপকালে চীন সফরের বিষয়ে পররাষ্ট্র উপদেষ্টা উল্লেখ করেন, "এটি আমাদের সম্পর্ক আরও দৃঢ় করার একটি সুযোগ। আমরা আশা করি, এই সফর ফলপ্রসূ হবে এবং দুই দেশের স্বার্থ রক্ষায় নতুন দিগন্ত উন্মোচন করবে।"
সূত্র: https://www.youtube.com/watch?v=A-3fQR9zicw
আশিক