ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) শুক্রবারের মেট্রোরেলের সময়সূচিতে পরিবর্তন এনেছে।
নতুন সময়সূচি:
- উত্তরা উত্তর থেকে: প্রথম ট্রেন দুপুর ৩টায়, শেষ ট্রেন রাত ৯টায়।
- মতিঝিল থেকে: প্রথম ট্রেন দুপুর ৩টা ২০ মিনিটে, শেষ ট্রেন রাত ৯টা ৪০ মিনিটে।
- উভয় দিকের ট্রেনের মধ্যে ১০ মিনিট বিরতি থাকবে।
টিকিট বিক্রি:
- উত্তরা উত্তর: দুপুর ২টা ৪৫ মিনিট থেকে।
- মতিঝিল: দুপুর ৩টা ৫ মিনিট থেকে।
র্যাপিড পাস কেনা এবং টাকা প্রবেশ করানোর সুবিধা আগের মতোই থাকবে।
নতুন সময়সূচি অনুযায়ী মেট্রোরেলের অন্যান্য কার্যক্রম অপরিবর্তিত থাকবে।
আকাশ/ রাজু