ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৬ জানুয়ারি ২০২৫, ৩ মাঘ ১৪৩১

আওয়ামী লীগ এবং ফ্যাসিবাদ সমার্থক নয়: মাসুদ কামাল

প্রকাশিত: ০৮:০৪, ১৬ জানুয়ারি ২০২৫

আওয়ামী লীগ এবং ফ্যাসিবাদ সমার্থক নয়: মাসুদ কামাল

ছবি: সংগৃহীত

সিনিয়র সাংবাদিক মাসুদ কামাল বলেছেন, ফ্যাসিবাদ নিয়ে আলোচনা করা যেতে পারে, তবে তার সংজ্ঞা নির্ধারণের ক্ষেত্রে সতর্ক থাকা প্রয়োজন। তিনি বলেন, "ফ্যাসিবাদ কি একটি দল, সরকার, নাকি একটি ব্যক্তির আচরণ? এই প্রশ্নগুলো স্পষ্ট হওয়া জরুরি।"

মাসুদ কামাল বলেন, "আওয়ামী লীগ একটি রাজনৈতিক দল। কিন্তু আওয়ামী লীগের বর্তমান নেতৃত্বের কর্মকাণ্ড ফ্যাসিবাদী হতে পারে। তবে এর অর্থ এই নয় যে পুরো দলটিই ফ্যাসিবাদী। শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ ১৯৯৬ সালের আওয়ামী লীগের মতো নয়। গঠনতন্ত্র একই থাকলেও নেতৃত্বের পরিবর্তনে বাস্তবতা বদলেছে।"

তিনি আরও উল্লেখ করেন, "যেমন, জামায়াতে ইসলামীকে ১৯৭১ সালের ভূমিকার কারণে স্বাধীনতা বিরোধী বলা হয়েছে। কিন্তু বর্তমান জামায়াতকে একই দৃষ্টিভঙ্গিতে দেখা যাবে না। প্রতিটি দলের আচরণ সময়ের সঙ্গে বদলায়। বিএনপির ক্ষেত্রেও ১৯৯১, ২০০১ এবং ভবিষ্যতের নেতৃত্ব আলাদা মূল্যায়ন প্রাপ্য।"

মাসুদ কামাল সমালোচনা করেন সেই প্রবণতার যেখানে "ফ্যাসিবাদের পক্ষ-বিপক্ষ" নিয়ে বাইনারি তৈরি করা হয়। তিনি বলেন, "স্বাধীনতার পক্ষ-বিপক্ষের নামে অতীতে যেভাবে আওয়ামী লীগ রাজনীতি করেছে, তার ফল আজ দলটি ভোগ করছে। দলীয় সম্পত্তি মনে করে মুক্তিযুদ্ধের মতো ঐতিহাসিক বিষয়কে ব্যবহার করলে এর নেতিবাচক প্রভাব অবশ্যম্ভাবী।"

তবে বর্তমান পরিস্থিতি নিয়ে তিনি অতিরিক্ত সিরিয়াস নন বলে মন্তব্য করেন। তার মতে, "যারা ফ্যাসিবাদী নামের যোগ্য হয়ে উঠছে, তাদের অবস্থান এখন অনেকটাই দুর্বল। নির্বাচনের মাঠে সত্যিকারের অবস্থান বোঝা যাবে। ফোলানো বেলুনের মতো তারা টিকতে পারবে না।"

ভিডিও দেখুন: https://youtu.be/4BDjyKgH1bs?si=WzCtGLHwmulM6Jvi

এম.কে.

×