অন্তর্বর্তী সরকারের গঠিত চারটি সংস্কার কমিশন তাদের প্রতিবেদন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের কাছে জমা দিয়েছে। বুধবার (১৫ জানুয়ারি) সকালে তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে এই প্রতিবেদন হস্তান্তর করা হয়।
এই প্রতিবেদনগুলো নিয়ে আগামী এক মাসের মধ্যে একটি বিস্তারিত রোডম্যাপ প্রকাশের ঘোষণা দিয়েছেন পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। সেসময় তিনি বলেন, সংস্কার কমিশনগুলোর প্রস্তাব নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠক শুরু করবে সরকার।
এদিন বিকেলে ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য দেন অন্তর্বর্তী সরকারের এই উপদেষ্টারা।
পরিবেশ উপদেষ্টা রিজওয়ানা হাসান বলেন, জমা দেওয়া প্রতিবেদনগুলো জনগণের জন্য উন্মুক্ত করা হয়েছে। ফেব্রুয়ারির মাঝামাঝি সময় থেকে প্রতিবেদন নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা শুরু হবে। আলোচনার মাধ্যমে চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে একটি রোডম্যাপ তৈরি করা হবে, যা আগামী এক মাসের মধ্যে প্রকাশ করা হবে।
তিনি আরও বলেন, "গণ-অভ্যুত্থানের চেতনা আমাদের সংস্কার প্রক্রিয়ার মূল ভিত্তি। জনগণের আকাঙ্ক্ষা ও স্বপ্ন বাস্তবায়ন করতেই আমরা কাজ করছি।"
এদিকে, আইন উপদেষ্টা আসিফ নজরুল বলেন, "কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ করার সিদ্ধান্ত সরকার নেয়নি। বিচারিক প্রক্রিয়া শেষে যদি কোনো দলের অপরাধের প্রমাণ মেলে, সেই অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। তবে ঐক্যমত্যের ভিত্তিতেই সংস্কার প্রস্তাব বাস্তবায়ন করা হবে।"
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচার প্রক্রিয়া নিয়ে আইন উপদেষ্টা বলেন, "বিচারের কাজ খুবই সাবলীলভাবে এগোচ্ছে। মার্চ থেকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শুনানি শুরু হবে।"
আশিক