ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৬ জানুয়ারি ২০২৫, ৩ মাঘ ১৪৩১

প্রতারক ও ভণ্ডকে সরাসরি "না" বলুন: সারজিস আলম

প্রকাশিত: ০০:৪২, ১৬ জানুয়ারি ২০২৫; আপডেট: ০২:৫২, ১৬ জানুয়ারি ২০২৫

প্রতারক ও ভণ্ডকে সরাসরি

সারজিস আলম

জাতীয় নাগরিক কমিটির মূখ্য সংগঠক সারজিস আলম তার ব্যক্তিগত ফেসবুক পোস্টে তার নাম ব্যবহার করে প্রতারণার অভিযোগ নিয়ে সতর্কবার্তা দিয়েছেন। তিনি উল্লেখ করেছেন, তার সঙ্গে তোলা ছবি রেফারেন্স হিসেবে দেখিয়ে কিছু অসাধু ব্যক্তি তদবির, টেন্ডারবাজি এবং ব্যক্তিগত সুবিধা আদায়ের চেষ্টা করছে।

সারজিস আলম তার পোস্টে বলেন, “দেখা হলে অনেকেই ছবি তুলতে চায়, খারাপ দেখায় বলে সবসময় ‘না’ বলা যায় না। কিন্তু কিছু থার্ডক্লাস বুলশিট এসব ছবি রেফারেন্স হিসেবে দেখিয়ে আমার নাম ভাঙিয়ে বিভিন্ন জায়গায় তদবির, টেন্ডারবাজি ও সুবিধা আদায়ের চেষ্টা করছে বলে অভিযোগ এসেছে।”

তিনি আরও উল্লেখ করেন, “এসব ভণ্ড ও প্রতারক থেকে সাবধান! যারা এ কাজ করবে, তাদের মুখের উপর সরাসরি ‘না’ করে দেওয়ার আহ্বান জানাচ্ছি। এসবের জন্য এতো মানুষ রক্ত আর জীবন দেয়নি।”

আশিক

×