নারায়ণগঞ্জের সোনারগাঁও পৌরসভার আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আমজাদ হোসেনকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। বুধবার (১৫ জানুয়ারী) দুপুরে উপজেলার উদ্ববগঞ্জ বাজার বটতলা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দুটি হত্যা মামলা রয়েছে তার বিরুদ্ধে। সেই মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে।
জানা যায়, উপজেলার কাচঁপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আওয়ামীলীগ ও তাদের সহযোগী সংগঠনের নেতাকর্মীদের হামলায় শফিক মিয়া ও মো:ইব্রাহিম নিহত হয়। নিহতের ঘটনায় দুটি হত্যা মামলা হয় থানায়। সেই মামলার আসামী ছিলেন আমজাদ হোসেন। তিনি সোনারগাঁও পৌরসভা আওয়ামীলীগের সাধারণ সম্পাদকের পদে ২২ বছর যাবত রয়েছেন। এর আগে পৌরসভা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক ছিলেন।
সোনারগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম এ বারী গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দুটি হত্যা মামলায় পৌরসভা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদককে গ্রেপ্তার করা হয়েছে। আগামীকাল বৃহস্পতিবার নারায়ণগঞ্জ আদালতে পাঠানো হবে।
তাবিব