ঢাকা, বাংলাদেশ   বুধবার ১৫ জানুয়ারি ২০২৫, ২ মাঘ ১৪৩১

বিয়ের দাবিতে অনশনে এক নারী

স্টাফ রিপোর্টার, ঈশ্বরদী

প্রকাশিত: ১৮:৪৬, ১৫ জানুয়ারি ২০২৫; আপডেট: ১৮:৫২, ১৫ জানুয়ারি ২০২৫

বিয়ের দাবিতে অনশনে এক নারী

ছবি: সংগৃহীত

ঈশ্বরদীর চড়গড়গড়ি গ্রামের মামাত ভাইকে বিয়ে করার দাবিতে ঈশ্বরদী সমাজ সেবা অফিসের সামনে প্রায় পাঁচ ঘণ্টা অনশন করেছেন একই গ্রামের ফুফাত বোন তৃপ্তি খাতুন (২৫)। ঘটনাটি ঘটে বুধবার বেলা ১টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ঈশ্বরদী উপজেলা পরিষদস্থ সমাজ সেবা অফিসের সামনে।

প্রেমিকা ও অনশনকারী তৃপ্তি খাতুন সাংবাদিকদের জানান, গত প্রায় পাঁচ বছর ধরে তার মামাত ভাই ও সমাজ সেবা অফিসের অফিস সহকারী আব্দুল মালেকের সঙ্গে তার প্রেমের সম্পর্ক চলে আসছে। বিয়ের কথা বলে তাদের মধ্যে সব ধরনের সম্পর্ক গড়ে ওঠে। কিন্তু বারবার বলার পরও আব্দুল মালেক তাকে বিয়ে না করে নানা কৌশলের আশ্রয় নেওয়ায় তার সন্দেহ সৃষ্টি হয়। এক পর্যায়ে তৃপ্তি খাতুন চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে বুধবার বেলা ১টা থেকে আব্দুল মালেকের অফিসের সামনে এসে একটি চেয়ারে বসে অনশন শুরু করেন। পরিস্থিতি ঘোলাটে দেখে একপর্যায়ে আব্দুল মালেক অফিস থেকে দৌঁড়ে পালিয়ে যান।

এসব বিষয়ে ঈশ্বরদী সমাজ সেবা অফিসার আতিকুর রহমান জানান, "আমি বিশেষ কাজে অফিসের বাইরে ছিলাম। বিষয়টি তাদের ব্যক্তিগত এবং অফিসের বাইরের। শুনেছি, তারা তাদের অভিভাবকদের মাধ্যমে পারিবারিকভাবে উভয়ের মধ্যে বিবাহের ব্যবস্থা করবেন। আমার কাছে কোনো অভিযোগ দেওয়া হয়নি। অভিযোগ পেলে ব্যবস্থা নেব।" পরে পরিবারের সদস্যরা এসে তৃপ্তি খাতুনকে বাড়িতে নিয়ে যান।

মারিয়া

×