ঢাকা, বাংলাদেশ   বুধবার ১৫ জানুয়ারি ২০২৫, ২ মাঘ ১৪৩১

বিডিআর বিদ্রোহ

নির্যাতনের অভিযোগ পুনঃতদন্তের দাবি, ফাঁসির দণ্ডপ্রাপ্তদের মুক্তির আহ্বান

প্রকাশিত: ১৮:১০, ১৫ জানুয়ারি ২০২৫; আপডেট: ১৮:১১, ১৫ জানুয়ারি ২০২৫

নির্যাতনের অভিযোগ পুনঃতদন্তের দাবি, ফাঁসির দণ্ডপ্রাপ্তদের মুক্তির আহ্বান

ছবি: সংগৃহীত

বাংলাদেশ রাইফেলস (বিডিআর) বিদ্রোহের ঘটনায় ফাঁসির দণ্ডপ্রাপ্ত এক সদস্যের পায়ের ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। অভিযোগ উঠেছে, স্বীকারোক্তি আদায়ের জন্য তাকে ভয়াবহ শারীরিক নির্যাতনের শিকার হতে হয়েছে।

সূত্র মতে, ওই সদস্যসহ আরও কয়েকজনকে জবানবন্দি দেওয়ার জন্য নির্মমভাবে নির্যাতন করা হয়। অভিযোগ রয়েছে, তাদের শরীরের বিভিন্ন অংশ, বিশেষ করে পা, ড্রিল মেশিন দিয়ে ফুটো করা হয়েছে। এমনকি তাদের অঙ্গ-প্রত্যঙ্গ যেমন যৌনাঙ্গও বিদ্যুৎস্পৃষ্ট করা হয় এবং শারীরিক অঙ্গহানি ঘটানো হয়।

গুরুতর অভিযোগ
প্রকাশিত তথ্য অনুযায়ী, এসব বর্বর আচরণ কোনো আন্তর্জাতিক নির্যাতন ক্যাম্পে নয়, বরং বাংলাদেশেই ঘটেছে। অভিযোগ করা হয়, এই নির্যাতন সরাসরি তৎকালীন সরকারের নির্দেশে পরিচালিত হয়েছে।

বিভিন্ন সূত্রে জানা গেছে, কারাগারে আটক থাকা নির্দোষ বিডিআর সদস্যরা নিয়মিত নামাজ শেষে আন্দোলনকারী শিক্ষার্থীদের জন্য দোয়া করতেন। এই মানবিক আচরণ তাদের প্রতি মানুষের সমর্থন বাড়িয়েছে।

পুনঃতদন্তের দাবি
সামাজিক মাধ্যমে সাধারণ মানুষ এবং বিভিন্ন সংগঠন ফাঁসির দণ্ডপ্রাপ্তদের জন্য পুনঃতদন্তের দাবি জানিয়েছেন। তারা নির্দোষদের মুক্তি এবং প্রকৃত দোষীদের শাস্তি চেয়ে আন্দোলনের প্রস্তুতির আহ্বান জানিয়েছেন।

এ বিষয়ে সরকারের পক্ষ থেকে কোনো মন্তব্য পাওয়া যায়নি। তবে এই ঘটনাকে কেন্দ্র করে জনগণের মধ্যে ক্ষোভ বাড়ছে।
 

মারিয়া

×