জুলাই-আগস্টের আন্দোলনে বাড়াবাড়ির অভিযোগে জড়িত সকল বাহিনীর সদস্যদের বিরুদ্ধে গ্রেপ্তার কার্যক্রম অব্যাহত রয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী। আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী সদর দপ্তর পরিদর্শনকালে তিনি এই তথ্য দেন।
তিনি জানান, আন্দোলনের সময়কার ফুটেজ দেখে অনেক পুলিশ সদস্যকে ইতোমধ্যেই গ্রেপ্তার করা হয়েছে। তদন্তের প্রক্রিয়া চলছে এবং দোষীদের চিহ্নিত করে আইনের আওতায় আনা হবে। তিনি বলেন, প্রতিদিনিই দুই একজন করে ধরা পড়ছে।
স্বরাষ্ট্র উপদেষ্টা জোর দিয়ে বলেন, “যারা বাড়াবাড়ি করেছে, তাদের কেউই ছাড় পাবে না। তদন্ত শেষ হলে আরও দোষীদের গ্রেপ্তার করা হবে।”
তিনি আরও জানান, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের এই ধরনের কার্যকলাপ জনগণের আস্থা হ্রাস করে। তাই দোষীদের কঠোর শাস্তি নিশ্চিত করা হবে।এই পদক্ষেপের মাধ্যমে সরকারের পক্ষ থেকে ন্যায়বিচার নিশ্চিত করার অঙ্গীকার স্পষ্ট হয়েছে।
আফরোজা