আলোচিত জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় খালেদা জিয়া-তারেক রহমানসহ সব আসামিকে খালাস দিয়েছেন আদালত।আদালত বলেছেন, নিম্ন আদালত যে রায় ঘোষণা করেছিল সবকিছু বাতিল ঘোষণা করা হলো আজ। খালেদা জিয়ার আইনজীবীরা বলছেন আদালতের মাধ্যমে আজ প্রমাণ হলো যে দেশনেত্রী বেগম খালেদা জিয়া নির্দোষ।
খালেদা জিয়ার আইনজীবীরা বলছেন এই মামলা ছিল বিদ্বেষমূলক এবং প্রতিহিংসামূলক একটি মামলা,যেটি জিয়া পরিবারকে পুরোপুরি ধ্বংস করে দিতে চেয়েছিল।
খালেদা জিয়ার আইনজীবী বলেন, ফ্যাসিস্ট সরকার জিয়া পরিবারকে ধ্বংস করার জন্য দীর্ঘদিন ধরে চেষ্টা করে আসছিল। জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় সাজা দেওয়ার মতো কোন উপাদান ছিল না।তারপরেও নিম্ন আদালতের মাধ্যমে খালেদা জিয়াকে মামলা দেওয়া হয় এবং গ্রেফতার করা হয়। আজকে পুঙ্খানুপুঙ্খভাবে সবকিছু বিচার বিশ্লেষণ করে আদালত জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলার রায় ঘোষণা করেছে।
আফরোজা