ছবি : সংগৃহীত
পুলিশের ৪০ তম ব্যাচের অব্যাহতিপ্রাপ্ত সাব ইন্সপেক্টরদের পুনরায় চাকরিতে বহাল করার জন্য আমরণ অনশনে যারা নেমেছেন, তাদের সরিয়ে দিয়েছে পুলিশ।
মঙ্গলবার রাতে সচিবালয়ের সামনে থেকে আন্দোলনকারীদের জোর করে তুলে দিয়েছে পুলিশ। এমনকি মধ্যরাতে তাদের উপর জল কামান নিক্ষেপ করার অভিযোগ উঠে এসেছে।
এদিকে পুলিশ জানিয়েছে সচিবালয়ের সামনে ১৪৪ ধারা জারি থাকায় তাদের তুলে দেওয়া হয়েছে কিন্তু তাদের উপর কোন প্রকার বল প্রয়োগ করা হয়নি।
এর আগে ৩১০ জন পুলিশ কর্মকর্তাকে অব্যাহতি দেওয়া হয়, এই কারণে কত কয়েক দিন ধরে অনশনে আছেন তারা।
এদিকে অব্যাহতি প্রাপ্ত একজন পুলিশ কর্মকর্তা বলেছেন, 'আমরা আপনাদের জন্য কি করা যায় আমরা তা দেখছি। কিন্তু তারা আমাদের সাহায্য করতে এসেছে মধ্যরাতে। এই কনকনে শীতের রাতে তারা এসেছে আমাদের গায়ে পানি ঢালার জন্য। ধন্যবাদ স্যার।'
আক্ষেপ নিয়ে আরেকজন সাব-ইন্সপেক্টর বলেছেন,'কিছুদিন আগে আমাদের মধ্যে তিনজনকে ডেকে নিয়েছে। তারা আমাদের আশ্বাস দিয়েছে এবং চাকরিতে পুনরায় বহালের জন্য বলেছেন কথা বলবেন। কিন্তু ১২ তারিখ পর্যন্ত আমরা সময় দিয়েছি, এখন পর্যন্ত তারা কোন কথা বলেননি উল্টে আমরা অনশনে নামার পর আমাদের উপর আক্রমণ করেছেন।'
একজন নারী সাব-ইন্সপেক্টর জানিয়েছেন, 'প্রশাসনের কাছে তো আমাদের সব বলাই আছে। আমাদের এখন হারানোর আর কিছুই নেই। আমাদের মেরে ফেলেন।'
সূত্রঃ https://www.youtube.com/watch?si=NfO1ZhY4dHVcGAOH&v=xiVXWpWDGBs&feature=youtu.be
শিলা ইসলাম