ঢাকা, বাংলাদেশ   বুধবার ১৫ জানুয়ারি ২০২৫, ২ মাঘ ১৪৩১

জুলাই বিপ্লবের আন্দোলনে গুলি চালানোরা প্রকাশ্যে বিসিবি সভাপতির সাথে

প্রকাশিত: ০৮:৩৩, ১৫ জানুয়ারি ২০২৫

জুলাই বিপ্লবের আন্দোলনে গুলি চালানোরা প্রকাশ্যে বিসিবি সভাপতির সাথে

“বিসিবি তে মধু খেতে ঝাঁকে ঝাঁকে খারাপ মৌমাছি আসে”-বলেছিলেন সাবেক অধিনায়ক খালেদ মাসুদ পাইলট।নাজমুল হাসান পাপনের পর বিসিবির সভাপতির দায়িত্ব নেন ফারুক আহমেদ।এরপর থেকে একের পর এক বিতর্কের জন্ম দিচ্ছেন তিনি। সে বিতর্কের একটি এখন নতুন করে যুক্ত হচ্ছে বিসিবিতে এস.এম রানার অবাধ বিচরণ।

বিসিবি সভাপতি ফারুক আহমেদের সাথে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গুলি চালানো এস এম রানার অবাধ বিচরণ তুলেছে সমালোচনার ঝড়।সম্প্রতি সিলেটে বিসিবি সভাপতি সাথে দেখা যায় নারায়ণগঞ্জের শামীম ওসমানের চর রানাকে। শুধু তাই নয় মিরপুর স্টেডিয়ামে প্রেসিডেন্ট বক্সেও দেখা গেছে তাকে।

জুলাই বিপ্লবের ছাত্র জনতার আন্দোলনে মামলায় গুলি চালানোর অভিযোগে যুক্ত রানা।আওয়ামী লীগের শাসনামলে নারায়ণগঞ্জের ক্লাবের সভাপতি দায়িত্বে ছিলেন এস এম রানা। কথিত আছে এস এম রানা নারায়ণগঞ্জের অলিখিত মাফিয়া শামীম উসমানের সহচর। সম্প্রতি বিপিএল চলাকালে ভিআইপি বক্সে ফারুক আমাদের সাথে দেখা যায় এসএম রানাকে। 

গুঞ্জন আছে বিসিবি সভাপতি ফারুক আমাদের সাথে এস এম রানের ব্যবসায়িক সম্পর্ক আছে। সেই সুবাদে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে গুলি ছোড়ার অভিযোগে অভিযুক্ত এই এসএম রানা ফারুক আমাদের সাথে অবাক বিতরণ করছে।

আফরোজা

×