গেল কদিন থেকেই বাংলাদেশ ভারত সীমান্ত উত্তেজনার মধ্যেই এবার সেই উত্তেজনায় ঘি ঢাললো বিজেপি নেত্রী অগ্নিমিত্রা পাল।যেখানে গেল ১৪ই জানুয়ারি খোদ বাংলাদেশের স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী জানিয়েছিলেন, ভারত-বাংলাদেশ সীমান্তে এখন কোনো উত্তেজনা নেই এবং পরিস্থিতি মোটামুটি স্বাভাবিক অবস্থায় আছে।
ভারতের সাংবাদিকদের সমস্ত পরিস্থিতি সামনে রেখে এই পরিস্থিতির সমাধান চিত্র বেরিয়ে আসবে।বাংলাদেশের যে সীমান্ত সেখানে একটা হাই এ্যালার্ট জারি করা হয়েছে। ভারত বাংলাদেশ সীমান্তে এই যে পরিস্থিতি তৈরী হয়েছে, জবাবে বিজেপি বলেন, দেখুন আজকে বাংলাদেশ বলুন আর পাকিস্তান বলুন, দুটো দেশই অখন্ড ভারতবর্ষের অন্তর্গত ছিল।
নেহেরুর কথা উল্লেখ করে বিজেপির এই নেত্রী আরো বলেন, জওরুল লাল নেহেরু আর মহাত্না গান্ধীর জন্য আজ দেশকে ভাগ হতে হয়েছে।এবং হলো তো হলো, সেখানে যারা হিন্দুরা রয়ে গেল তারা দেখলাম বছরের পর বছর শুধু কমতে থাকল।
ভারতবর্ষের মুসলমান বাড়ছে আর পাকিস্তান বলুন আর বাংলাদেশতো আমরা সবাই জানি কি হচ্ছে?আর মোহাম্মদ ইউনূসের অন্তবর্তীকালীন সরকার তিনি বুঝেছেন, তাঁকে যদি এই সরকারে থাকতে হয়,তাঁর জন্য নির্বাচন তিনি এখন করবেন না।তিনি তা বলেই দিয়েছেন।আর তাকে যদি বাংলাদেশের অন্তবর্তীকালীন সরকার হিসাবে থাকতে হয়, তাকে সেই মৌলবাদীদের কথা শুনে চলতে হবে।মৌলবাদীরা চাইছে এখানে হিন্দুরা থাকবে না।হিন্দুরা হয় চলে যাক, নয়তো ধর্ম পরিবর্তন করুক।এজন্যই মৌলবাদীদের কথায় হ্যাঁ মিলানো হচ্ছে।
ফুয়াদ