ঢাকা, বাংলাদেশ   বুধবার ১৫ জানুয়ারি ২০২৫, ২ মাঘ ১৪৩১

টিউলিপের পদত্যাগপত্র পেয়ে যা বললেন ব্রিটিশ প্রধানমন্ত্রী

প্রকাশিত: ০০:৪৫, ১৫ জানুয়ারি ২০২৫; আপডেট: ০০:৪৭, ১৫ জানুয়ারি ২০২৫

টিউলিপের পদত্যাগপত্র পেয়ে যা বললেন ব্রিটিশ প্রধানমন্ত্রী

ছবি সংগৃহীত

যুক্তরাজ্যের অর্থ ও নগরবিষয়ক মন্ত্রী টিউলিপ সিদ্দিক মঙ্গলবার (১৪ জানুয়ারি) তার মন্ত্রিত্বের পদত্যাগপত্র প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের কাছে জমা দিয়েছেন। এটি ছিল তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ ওঠার পর একটি জরুরি পদক্ষেপ। অভিযোগ উঠেছিল, তিনি খালার ঘনিষ্ঠজনদের কাছ থেকে বিনামূল্যে একাধিক সম্পত্তির মালিকানা লাভ করেছেন।

টিউলিপ সিদ্দিকের পদত্যাগের পর প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার তার পদত্যাগ পত্র গ্রহণ করেন এবং সিদ্দিককে ধন্যবাদ জানিয়ে একটি চিঠি পাঠান। এতে তিনি উল্লেখ করেছেন, টিউলিপ সিদ্দিক অর্থ মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে দায়িত্ব পালনকালে বেশ কিছু গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করেছেন, যেমন ব্যাংকিং হাব চালু করা, আর্থিক অন্তর্ভুক্তি বিষয়ে অগ্রণী ভূমিকা পালন করা, এবং চ্যান্সেলরের প্রথম ম্যানশন হাউস বক্তৃতায় সফলতা অর্জন।

স্টারমার আরও বলেন, সিদ্দিকের পদত্যাগ গ্রহণের পর, স্বাধীন উপদেষ্টা স্যার লরি ম্যাগনাস তাকে আশ্বস্ত করেছেন যে, মন্ত্রিত্বের আচরণবিধি লঙ্ঘনের কোনো প্রমাণ পাওয়া যায়নি এবং তার বিরুদ্ধে আর্থিক অনিয়মের অভিযোগের কোনো ভিত্তি নেই।

এছাড়া, প্রধানমন্ত্রী সিদ্দিকের কঠিন সিদ্ধান্তের প্রশংসা করেন এবং ভবিষ্যতে তাকে সমর্থন দেয়ার প্রতিশ্রুতি জানান।

আশিক

×