ঢাকা, বাংলাদেশ   বুধবার ১৫ জানুয়ারি ২০২৫, ২ মাঘ ১৪৩১

লালমনিরহাটে আসছেন ড. মিজানুর রহমান আজহারী

প্রকাশিত: ২৩:৫৫, ১৪ জানুয়ারি ২০২৫

লালমনিরহাটে আসছেন ড. মিজানুর রহমান আজহারী

ড. মিজানুর রহমান আজহারী

দেশে ফেরার পর একের পর এক তাফসিরুল কোরআন মাহফিলে যোগ দিচ্ছেন জনপ্রিয় ইসলামি বক্তা ও গবেষক ড. মিজানুর রহমান আজহারী। কক্সবাজার, যশোর ও সিলেটে মাহফিলের পর এবার তিনি যাচ্ছেন লালমনিরহাট।

আগামী শনিবার (১৮ জানুয়ারি) যোহরের নামাজের পর লালমনিরহাটের সোহরাওয়ার্দী মাঠে তিনি বয়ান করবেন।

মাহফিলকে ঘিরে ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের মধ্যে উদ্দীপনা দেখা গেছে। আয়োজকদের ধারণা, এতে প্রায় ১০ থেকে ১২ লাখ মানুষের সমাগম হতে পারে। মাহফিলের সফল আয়োজনের জন্য ইসলামিক সোসাইটি লালমনিরহাট চারটি মাঠ প্রস্তুত করছে। মূল মঞ্চ থাকবে জেলার সবচেয়ে বড় সোহরাওয়ার্দী মাঠে। এছাড়া কালেক্টরেট মাঠ, পিসি স্কুল মাঠ এবং নারীদের জন্য জেলা স্টেডিয়াম মাঠ আলাদাভাবে সাজানো হচ্ছে। প্রতিটি মাঠে প্রজেক্টরের ব্যবস্থা রাখা হয়েছে।

মাহফিল ঘিরে লালমনিরহাটের আইনশৃঙ্খলা বাহিনী তৎপর। বিপুলসংখ্যক আনসার, পুলিশ, র‌্যাব, সেনাবাহিনী এবং আয়োজকদের স্বেচ্ছাসেবক দল নিরাপত্তার জন্য দায়িত্ব পালন করবে।

মাহফিলে সভাপতিত্ব করবেন আব্দুল হাকিম ইসলামিক অ্যাকাডেমির প্রতিষ্ঠাতা বিশিষ্ট ব্যবসায়ী আব্দুল হাকিম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জেলা বিএনপির সভাপতি ও সাবেক উপমন্ত্রী অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু।

আশিক

×