ঢাকা, বাংলাদেশ   বুধবার ১৫ জানুয়ারি ২০২৫, ২ মাঘ ১৪৩১

কী লেখা আছে টিউলিপের পদত্যাগপত্রে?

প্রকাশিত: ২৩:৪৩, ১৪ জানুয়ারি ২০২৫

কী লেখা আছে টিউলিপের পদত্যাগপত্রে?

ছবি : সংগৃহীত

যুক্তরাজ্যের ইকোনমিক সেক্রেটারি ও লেবার পার্টির সিটি মিনিস্টার টিউলিপ সিদ্দিক মন্ত্রিসভা থেকে পদত্যাগ করেছেন। প্রধানমন্ত্রী কেইর স্টারমারের কাছে ইতোমধ্যে পদত্যাগপত্র জমা দিয়েছেন তিনি।

পদত্যাগপত্রে টিউলিপ লিখেছেন, প্রধানমন্ত্রী ও মন্ত্রীদের মানদণ্ডবিষয়ক উপদেষ্টা স্যার লরি ম্যাগনাস তার বিরুদ্ধে আনীত অভিযোগ পর্যালোচনা করে জানিয়েছেন, মন্ত্রিত্ববিধি লঙ্ঘনের কোনো প্রমাণ নেই। তবে তার ভূমিকা বিভ্রান্তি সৃষ্টি করতে পারে, এ জন্যই পদত্যাগের সিদ্ধান্ত।

টিউলিপের বিরুদ্ধে অভিযোগ, বাংলাদেশে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র প্রকল্পে দুর্নীতির সঙ্গে তার সম্পর্ক রয়েছে। এ ছাড়া খালা শেখ হাসিনার ঘনিষ্ঠজনদের কাছ থেকে বিশেষ সুবিধা নিয়ে ফ্ল্যাট গ্রহণের অভিযোগ উঠেছে।

 

বিরোধী দল কনজারভেটিভ পার্টি এবং দুর্নীতিবিরোধী দাতব্য সংস্থাগুলো টিউলিপের পদত্যাগ দাবি করে বলেন, তার বিরুদ্ধে আনা অভিযোগ স্বার্থের সংঘাত সৃষ্টি করছে।


হ্যাম্পস্টেড ও হাইগেটের এমপি টিউলিপ সিদ্দিক সব অভিযোগ অস্বীকার করে বলেছেন, তিনি কোনো অন্যায় করেননি।

যুক্তরাজ্যের লেবার সরকারে টিউলিপের ভূমিকা এবং তার বিরুদ্ধে উঠা অভিযোগ নিয়ে বিতর্ক আরও বাড়ছে।

মো. মহিউদ্দিন

×