.
দিন দিন শুকিয়ে যাচ্ছে তিস্তা নদীর পানি প্রবাহ। কয়েকদিন আগে নদীতে চার হাজার কিউসেক পানির প্রবাহ থাকলেও মঙ্গলবার সেই পানির প্রবাহ আড়াই হাজার কিউসেকে নেমেছে। ডালিয়ার নদীপাড়ের জেলে বকর উদ্দিন জানালেন, এখন চারদিকে চর পড়েছে। যে পানির প্রবাহ তাতে পায়ে হেঁটে নদীর এপার থেকে ওপারে সহজেই পার যাওয়া যাচ্ছে। আর কয়েকদিন পর নদীর পানি আরও কমে যাবে বলেও ওই জেলে মন্তব্য করেন।
এদিকে এ অবস্থায় আজ বুধবার (১৫ জানুয়ারি) থেকে বোরো ধান আবাদের জন্য তিস্তা সেচ প্রকল্প থেকে ৫৫ হাজার হেক্টরে সেচ প্রদানের কার্যক্রম শুরু হতে যাচ্ছে। কিন্তু নদীর যে পানির অবস্থা তাতে ওই পরিমাণ জমি সেচ পাবে কি না এ নিয়ে সংশয় প্রকাশ করেছেন তিস্তা কমান্ডার এলাকার কৃষক আব্দুর গফফারসহ অনেক কৃষক। সূত্র মতে ৫৫ হাজার হেক্টর জমিতে সেচ প্রদানে প্রতিদিন ৫ হাজার কিউসেক পানি প্রয়োজন হবে। কিন্তু শুষ্ক মৌসুমে নদীর পানি দিন দিন কমে যাচ্ছে।
রংপুর কৃষি অঞ্চল কার্যালয় সূত্রে জানানো হয়, এ বছর চলতি মৌসুমে রংপুর বিভাগের পাঁচ জেলায় ৫ লাখ ৮ হাজার ৯৭৮ হেক্টর জমিতে বোরো ধান আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। গত বছর (২০২৪) ৫ লাখ ৭ হাজার ৮৩৫ হেক্টর জমিতে বোরো আবাদ করা হয়। এর মধ্যে রংপুরে ১ লাখ ৩২ হাজার ৭৪৬ হেক্টরে, গাইবান্ধায় ১ লাখ ২৯ হাজার ১৫ হেক্টরে, কুড়িগ্রামে ১ লাখ ১৭ হাজার ৩৬০ হেক্টরে, লালমনিরহাটে ৪৮ হেক্টরে ও নীলফামারী জেলায় ৮১ হাজার ৮৯৭ হেক্টরে।