ঢাকা, বাংলাদেশ   বুধবার ১৫ জানুয়ারি ২০২৫, ২ মাঘ ১৪৩১

ফটোকার্ড প্রচারের ফ্যাক্ট চেক

আওয়ামী লীগ নেতার সাথে হাসনাত আবদুল্লাহর গোপন বৈঠকের বিষয়ে সর্বশেষ যা জানা গেল

প্রকাশিত: ২০:৪১, ১৪ জানুয়ারি ২০২৫; আপডেট: ২০:৪২, ১৪ জানুয়ারি ২০২৫

আওয়ামী লীগ নেতার সাথে হাসনাত আবদুল্লাহর গোপন বৈঠকের বিষয়ে সর্বশেষ যা জানা গেল

সম্প্রতি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহর সাথে  আওয়ামীলীগ শীর্ষ নেতার গোপন বৈঠক হয়েছে এবং নতুন রাজনৈতিক দলে বিশাল বিনিয়োগ এ মনোনয়ন দেয়ার চুক্তি শীর্ষক দাবি জাতীয় দৈনিক কালবেলার লোগো ও ডিজাইন সম্বলিত একটি ফটোকার্ডের মাধ্যমে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে৷ 

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, নতুন রাজনৈতিক দলে বিনিয়োগের ভিত্তিতে মনোনয়ন চুক্তির জন্য হাসনাত আবদুল্লাহর সাথে আওয়ামী লীগ নেতার গোপন বৈঠকের দাবিতে কালবেলা কোনো ফটোকার্ড বা সংবাদ প্রকাশ করেনি বরং, তাদের প্রকাশিত ভিন্ন একটি ফটোকার্ড ডিজিটাল প্রযুক্তির সহায়তায় সম্পাদনার মাধ্যমে উক্ত ফটোকার্ডটি তৈরি করে প্রচার করা হয়েছে। 

এ বিষয়ে অনুসন্ধানে আলোচিত ফটোকার্ডটি পর্যবেক্ষণ করে এতে কালবেলা’র লোগো এবং এটি প্রকাশের তারিখ হিসেবে ০৮ জানুয়ারি, ২০২৫ উল্লেখ পাওয়া যায়৷ উক্ত তথ্যের সূত্র ধরে কালবেলা’র ফেসবুক পেজ পর্যবেক্ষণ করে আলোচিত দাবি সম্বলিত কোনো ফটোকার্ড বা তথ্য খুঁজে পাওয়া যায়নি। তবে, উক্ত ফেসবুক পেজে গত বছরের ০৮ ডিসেম্বর প্রকাশিত ভিন্ন শিরোনামে আলোচিত দাবিতে প্রচারিত ফটোকার্ডটির অনুরূপ একটি ফটোকার্ড খুঁজে পাওয়া যায়। তবে এতে শিরোনাম হিসেবে ‘জুলাই বিপ্লবের ঘোষণাপত্র নিয়ে হাসনাতের আলটিমেটাম’ বাক্য যুক্ত থাকতে দেখা যায়।

উক্ত ফটোকার্ডটি পর্যবেক্ষণ করে দেখা যায়, ডিজিটাল প্রযুক্তির সহায়তায় প্রকৃত ফটোকার্ডটির শিরোনামের স্থলে ‘জুলাই বিপ্লবের ঘোষণাপত্র নিয়ে হাসনাতের আলটিমেটাম’ প্রতিস্থাপন করার মাধ্যমে আলোচিত ফটোকার্ডটি তৈরি করা হয়েছে৷ 

এছাড়া, কালবেলা কর্তৃক প্রকাশিত ফটোকার্ডের শিরোনামে ব্যবহৃত ফন্টের সাথে আলোচিত ফটোকার্ডটির ফন্টের পার্থক্য রয়েছে।

এই বিষয়ে অধিকতর নিশ্চিত হতে কালবেলা’র ওয়েবসাইট ও ইউটিউব চ্যানেলে প্রকাশিত ফটোকার্ড ও সংবাদ পর্যবেক্ষণ করা হয়, তবে সেখানে আলোচিত দাবির শিরোনাম সম্বলিত কোনো সংবাদ খুঁজে পাওয়া যায়নি।

তাছাড়া, কালবেলা ব্যতীত অন্যান্য গণমাধ্যম কিংবা সংশ্লিষ্ট কোনো নির্ভরযোগ্য সূত্রে আলোচিত দাবি সমর্থিত কোনো সংবাদ বা তথ্য খুঁজে পাওয়া যায়নি।

সুতরাং, ‘আওয়ামীলীগ শীর্ষ নেতার সাথে হাসনাত এর গোপন বৈঠক নতুন রাজনৈতিক দলে বিশাল বিনিয়োগ এ মনোনয়ন দেয়ার চুক্তি।’ শীর্ষক দাবিতে কালবেলা’র নামে প্রচারিত ফটোকার্ডটি সম্পাদিত।

 

ফুয়াদ

×