ঢাকা, বাংলাদেশ   বুধবার ১৫ জানুয়ারি ২০২৫, ২ মাঘ ১৪৩১

স্ত্রীর মামলা: সড়ক ও জনপথ বিভাগের নিরাপত্তা কর্মকর্তাকে ৩ বছরের কারাদণ্ড

প্রকাশিত: ২০:০৮, ১৪ জানুয়ারি ২০২৫; আপডেট: ২০:১৪, ১৪ জানুয়ারি ২০২৫

স্ত্রীর মামলা: সড়ক ও জনপথ বিভাগের নিরাপত্তা কর্মকর্তাকে ৩ বছরের কারাদণ্ড

ছবি: সংগৃহীত

নীলফামারীতে স্ত্রীর মামলায় কুমিল্লা সড়ক ও জনপথ অধিদপ্তরের নিরাপত্তা কর্মকর্তা মো. মোজ্জাম্মেল হোসেন (৪০) এর তিন বছরের সশ্রম কারাদণ্ড এবং এক লাখ টাকার অর্থদণ্ড হয়েছে। আজ মঙ্গলবার (১৪ জানুয়ারী) দুপুরে নীলফামারী নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২ এর বিচারক (জেলা ও দায়রা জজ) এ,বি,এম গোলাম রসুল এই দণ্ডাদেশ প্রদান করেন। সাজাপ্রাপ্ত মো. মোজ্জাম্মেল হোসেন চাঁদপুর জেলার ফরিদগঞ্জ উপজেলার কাশারা পাইকপাড়া গ্রামের বেলায়েত হোসেনের ছেলে। তিনি কুমিল্লা সড়ক ও জনপথ অধিদপ্তরের নিরাপত্তা কর্মকর্তা হিসেবে কর্মরত ছিলেন। ওই মামলায় মোজ্জাম্মেল হোসেনের বাবা বেলায়েত হোসেন (৬৭) এবং ভগ্নিপতি মোবারক হোসেন (৪৪) কে খালাস প্রদান করা হয়।

মামলার সূত্র মতে, একই বিভাগের রংপুরে চাকরি করার সুবাদে নীলফামারী জেলার কিশোরীগঞ্জ উপজেলার উত্তর সিঙ্গেরগাড়ি গ্রামের মোয়াজ্জেম হোসেনের মেয়ে মোছাম্মৎ মনিরা আক্তারের সাথে ২০১৪ সালের ১৫ আগস্ট বিয়ে হয় মোজ্জাম্মেল হোসেনের। তাদের একটি কন্যা এবং একটি পুত্র সন্তান রয়েছে। দাম্পত্য জীবনে মোজ্জাম্মেল হোসেন স্ত্রীর উপর বিভিন্ন সময়ে পাঁচ লাখ টাকা যৌতুকের দাবিতে নির্যাতন চালাতেন। এরপর, প্রথম স্ত্রীর অনুমতি ছাড়া দ্বিতীয় বিয়ে করেন। এ ঘটনার পর প্রথম স্ত্রী মোছাম্মৎ মনিরা আক্তার আদালতে মামলা দায়ের করলে, আদালতে আপোস মীমাংসা হয়। কিন্তু মিমাংসার পরও যৌতুকের দাবিতে স্ত্রীর উপর নির্যাতন চালানো অব্যাহত থাকলে ২০২১ সালের ২৫ সেপ্টেম্বর দ্বিতীয়বার আদালতে মামলা দায়ের করেন স্ত্রী মনিরা আক্তার। আদালতের বিচারক দীর্ঘ শুনানীর পর মঙ্গলবার এই আদেশ প্রদান করেন।

বিষয়টি নিশ্চিত করেছেন নীলফামারী নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২ এর পাবলিক প্রসিকিউটর মো. গোলাম মোস্তফা সজীব। কুমিল্লা সড়ক ও জনপথ অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী সুনীতি চাকমা জানান, মো. মোজ্জাম্মেল হোসেন ওই বিভাগের নিরাপত্তা কর্মকর্তার দায়িত্বে ছিলেন। স্ত্রীর মামলার কারণে তাকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে।
 

মারিয়া

×