ছবি সংগৃহীত
আগামী মাসের প্রথম সপ্তাহের মধ্যে কোরিয়ান রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলের (কোরিয়ান ইপিজেড) জমি অধিকার সমস্যার সমাধান করবেন বলে জানিয়েছেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। পাশাপাশি তিনি বিদেশি বিনিয়োগ আকর্ষণে সমস্ত বিনিয়োগ প্রচার সংস্থাগুলিকে এক ছাতার নিচে আনতে নির্দেশ দিয়েছেন।
মঙ্গলবার (১৪ জানুয়ারি) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় কোরিয়ান ইয়াংওয়ান করপোরেশনের চেয়ারম্যান কিহাক সাং ও অন্যান্য বিদেশি বিনিয়োগকারীদের সাথে সাক্ষাৎকালে তিনি এসব কথা বলেন। এসময় যে সকল কোরিয়ান কোম্পানি বাংলাদেশ থেকে সর্বাধিক রপ্তানি করে, তারা দেশের বিনিয়োগ পরিবেশের উন্নতি করার জন্য সরকারের দ্রুত পদক্ষেপের আহ্বান জানান।
কিহাক সাং বাংলাদেশের রপ্তানি ত্বরান্বিত করতে চট্টগ্রাম বন্দরের উন্নয়ন প্রয়োজনীয়তার কথা তুলে ধরে তিনি বলেন, দেশের বৃহত্তম বন্দরের ধীর টার্নঅ্যারাউন্ড টাইম উচ্চমানের ফ্যাশন পোশাকের অর্ডার না পাওয়ার একটি প্রধান কারণ। ফ্যাশন পোশাক ১০ থেকে ১৫ দিনের মধ্যে দ্রুত রপ্তানি প্রয়োজন, তবে বাংলাদেশে অর্ডার পাঠাতে কখনো কখনো মাস লেগে যায়।
এদিকে, প্রধান উপদেষ্টা ড. ইউনূস বন্দর কার্যক্রমকে আরও দক্ষ করতে সংশ্লিষ্টদের নির্দেশ দেন। তিনি বলেন, "চট্টগ্রামকে দক্ষিণ এশিয়ার শীর্ষ বন্দরে পরিণত করতে একটি ধারাবাহিক পরিকল্পনা তৈরি করা হচ্ছে।"
প্রধান উপদেষ্টা জানান, তিনি বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) প্রধান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুনকে পাঁচটি বিনিয়োগ সংস্থাকে এক অফিসের অধীনে আনতে বলেছেন।
কিহাক সাং জানান, ইপিজেডে জমি সমস্যা সমাধান হলে এটি একটি মডেল হয়ে উঠবে এবং এটি আরও বেশি বিদেশি বিনিয়োগ আকর্ষণ করবে। ইয়াংওয়ান বাংলাদেশে বিশ্বের বৃহত্তম টেক্সটাইল ইনস্টিটিউটগুলোর একটি নির্মাণ করছে, যা প্রতি বছর হাজারো বাংলাদেশি তরুণকে প্রশিক্ষণ দেবে। তিনি ড. ইউনূসকে আগামী তিন মাসের মধ্যে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেওয়ার আমন্ত্রণ জানান।
এছাড়া, শ্রম আইন প্রসঙ্গে কিহাক সাং বলেন, সরকার চট্টগ্রাম বন্দরে রপ্তানি দ্রুততর করার জন্য গ্রিন চ্যানেল চালুর সম্ভাবনা রয়েছে। আমাদের স্পষ্টতা দরকার। এটি সহজ হতে হবে।
আশিক