ঢাকা, বাংলাদেশ   বুধবার ১৫ জানুয়ারি ২০২৫, ২ মাঘ ১৪৩১

কারাগারে বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর

প্রকাশিত: ১৮:২৯, ১৪ জানুয়ারি ২০২৫

কারাগারে বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর

বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর সিতাংশু কুমার (এস কে) সুর চৌধুরীকে দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা মামলায় কারাগারে পাঠায় আদালত। মঙ্গলবার (১৪ জানুয়ারি) ঢাকা মহানগর দায়রা জজ জাকির হোসেন গালিব এ আদেশ দেন।

এর আগে, দুদকের একটি বিশেষ টিম এস কে সুরকে আটক করে। বিকেলে তাকে আদালতে হাজির করা হলে দুদকের পক্ষ থেকে উপপরিচালক নাজমুল হুসাইন কারাগারে আটক রাখার আবেদন জানান। আসামিপক্ষ থেকে জামিনের কোনো আবেদন করা হয়নি। শুনানি শেষে বিচারক এস কে সুরকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

দুদকের সরকার কৌঁসুলি মাহমুদ হোসেন জাহাঙ্গীর জানান, এস কে সুরের বিরুদ্ধে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন এবং সম্পদের তথ্য গোপনের অভিযোগ রয়েছে। এ বিষয়ে অনুসন্ধান চলাকালে তিনি দুদকের নোটিশে সাড়া দেননি। প্রাথমিক অনুসন্ধানের ভিত্তিতে ২০২৪ সালের ২৩ ডিসেম্বর মামলাটি দায়ের করা হয়।

এস কে সুর ছাড়াও মামলায় তার স্ত্রী সুপর্ণা সুর চৌধুরী এবং মেয়ে নন্দিতা সুর চৌধুরীকে আসামি করা হয়েছে। অভিযোগে তাদের সম্পদের তথ্য গোপন এবং অবৈধ সম্পদ অর্জনের কথা উল্লেখ রয়েছে।

দুদকের জনসংযোগ কর্মকর্তা মো. আকতারুল ইসলাম বলেন, এস কে সুরের বিরুদ্ধে প্রাপ্ত তথ্য যাচাইয়ের ভিত্তিতে মামলা করা হয়েছে। তদন্তে প্রাপ্ত আরও তথ্যের ভিত্তিতে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।

আশিক

×