ছবি: সংগৃহীত
সাভারের রাজফুলবাড়ীয়া এলাকায় একটি অজ্ঞাত যুবক হত্যার ঘটনা উন্মোচন করেছে পিবিআই ঢাকা জেলা। ঘটনার সাথে জড়িত তিনজনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতরা হলেন মোঃ রবিউল হাসান হৃদয় (২০), শেখ ফয়সাল আহম্মেদ (২২) এবং স্বরণ সরকার (২২)।
ভিকটিম রুদ্র হাসান (১৮), সাভার উপজেলার রাজফুলবাড়ীয়া পানপাড়ায় তার নানী ও মামার সাথে বসবাস করত। গত ১৯ ডিসেম্বর ২০২৪ তারিখে রুদ্র বাড়ি ফিরে না আসলে তার পরিবার খুঁজতে শুরু করে। পরবর্তীতে জানা যায় যে, অজ্ঞাতনামা ব্যক্তিরা রুদ্রকে ধলেশ্বরী নদী থেকে নৌকায় উঠিয়ে নিয়ে যায় এবং সেখানে আনন্দ ফুর্তি করছিল। ২১ ডিসেম্বর ২০২৪ তারিখে, স্থানীয়রা রুদ্রের লাশ নদীর পাড়ে দেখতে পেয়ে তার পরিবারকে জানায়। এরপর, রুদ্রের মামা মোঃ ইউসুফ আলী একটি মামলা দায়ের করেন, এবং সাভার মডেল থানা পুলিশ তদন্ত শুরু করে। তদন্তে রহস্য উন্মোচন না হওয়ায়, মামলাটি পিবিআইতে হস্তান্তর করা হয়।
পিবিআই ঢাকা জেলা তদন্তে, অতিরিক্ত আইজিপি মোঃ মোস্তফা কামালের দিকনির্দেশনায় এবং পিবিআই ঢাকা জেলা ইউনিট ইনচার্জ পুলিশ সুপার মোঃ কুদরত-ই-খুদার তত্ত্বাবধানে, ৩১ ডিসেম্বর ২০২৪ তারিখে রবিউল হাসান হৃদয় এবং শেখ ফয়সাল আহম্মেদকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা আদালতে তাদের স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয়, যার পরবর্তী তদন্তে আরও দুইজন—স্বরণ সরকার এবং নাহিদ—এর সম্পৃক্ততা পাওয়া যায়। ৩ জানুয়ারি ২০২৫ তারিখে স্বরণ সরকারকেও গ্রেফতার করা হয়।
তদন্তে জানা যায়, মাদক বিক্রির টাকার ভাগ বাটোয়ারা নিয়ে পূর্বশত্রুতার জের ধরে রবিউল হাসান হৃদয় ও তার সহযোগীরা রুদ্রকে ধলেশ্বরী নদীতে নিয়ে গিয়ে মাদক সেবন করে। পরে, রুদ্র পানিতে পড়ে গেলে, তাকে সাহায্য না করে নৌকার বৈঠা দিয়ে আঘাত করে হত্যা করা হয়। এই ঘটনায় আসামীরা ফৌঃ কাঃ বিঃ ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে।
পিবিআই ঢাকা জেলার এসআই (নিঃ) মোঃ ইমরান আহমেদ এ তদন্তের নেতৃত্ব দিচ্ছেন।
মারিয়া