ছবি: সংগৃহিত।
টানা দ্বিতীয় দিনেও শাটডাউনের কারণে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) সব বিভাগের ক্লাস ও পরীক্ষা বন্ধ রয়েছে। তবে সীমিত পরিসরে চালু রয়েছে প্রশাসনিক কার্যক্রম।
মঙ্গলবার সকাল থেকে কোনো বিভাগে ক্লাস বা পরীক্ষা অনুষ্ঠিত হয়নি। এর আগে সোমবার রাতেই মন্ত্রণালয়ের দাবি মেনে নেওয়ার অঙ্গীকারে শিক্ষার্থীরা অনশন কর্মসূচি প্রত্যাহার করেছিল। তবে আলোচনায় চূড়ান্ত সিদ্ধান্ত না আসা পর্যন্ত শাটডাউন অব্যাহত রাখার ঘোষণা দেন উদ্ভিদবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী এ কে এম রাকিব।
সকালে ক্যাম্পাসে গিয়ে দেখা যায়, সব বিভাগে ক্লাস-পরীক্ষা বন্ধ এবং শিক্ষার্থীদের উপস্থিতি নেই। শহিদ সাজিদ একাডেমিক ভবনের প্রধান গেটে তালা ঝুলিয়ে শাটডাউন লেখা ব্যানার ঝোলানো হয়েছে। তবে পকেট গেট খোলা রয়েছে, যেখানে সীমিত কার্যক্রম চলছে। ছাত্রকল্যাণ দপ্তরের কম্পিউটার অপারেটর হাফিজুর রহমান বলেন, “শিক্ষার্থীদের উপস্থিতি কম। তবে যারা আসছেন, তাদের সেবা দেওয়া হচ্ছে এবং দপ্তরের কার্যক্রমও সীমিত আকারে চলছে।”
পরিবহন দপ্তরের ডেপুটি রেজিস্ট্রার মুনসুর আলম জানান, নিয়ম অনুযায়ী বিশ্ববিদ্যালয়ের বাসগুলো সকালেই শিক্ষার্থীদের আনার জন্য নির্ধারিত রুটে ছেড়ে গেছে। তবে বিকালে বাস ক্যাম্পাস থেকে শিক্ষার্থীদের নিয়ে ফিরবে কিনা, তা উপস্থিতির ওপর নির্ভর করবে।
বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. শেখ গিয়াস উদ্দিন বলেন, শাটডাউনের মধ্যেও প্রশাসনিক কাজ চলমান রয়েছে। কোনো ফাইল পেন্ডিং রাখা হয় না। সিটিজেন চার্টার অনুযায়ী এক সপ্তাহের মধ্যে সব সেবা সম্পন্ন করা হচ্ছে।
সায়মা ইসলাম