ছবি: সংগৃহীত
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াসহ ৮ জনের বিরুদ্ধে নাইকো দুর্নীতি মামলায় আরও ৬ জনের সাক্ষ্যগ্রহণ নেয়া হয়েছে। পরবর্তী শুনানির দিন ২১ জানুয়ারি ধার্য করেছেন আদালত। মঙ্গলবার ঢাকার বিশেষ জজ আদালত এ দিন ঠিক করেছেন।
এর আগে ৬ জানুয়ারি নাইকো দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসনসহ আটজনের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণের জন্য এ দিন ধার্য করেছিলেন আদালত।
ওইদিন ঢাকার বিশেষ জজ আদালত-৫ এর বিচারক আব্দুল্লাহ আল মামুনের আদালতে চার জন সাক্ষী সাক্ষ্য দেন। সেদিন সাক্ষ্য দিয়েছেন-স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের সেন্ট্রাল ম্যানেজার হাফিজুর রহমান, ব্যবসায়ী প্রদীপ কুমার দাস, এস এম শামসের জাকারিয়া ও মো. সামসুল হুদা চৌধুরী। এ মামলায় ৬৮ জন সাক্ষীর মধ্যে ৩২ জনের সাক্ষ্য শেষ হয়েছে।
এর আগে গত বছরের ১৯ মার্চ একই আদালত আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন।
JF