ঢাকা, বাংলাদেশ   বুধবার ১৫ জানুয়ারি ২০২৫, ১ মাঘ ১৪৩১

শীতের সকালে জয়া আহসানের উষ্ণ মুগ্ধতা

অনলাইন রিপোর্টার

প্রকাশিত: ১৩:০১, ১৪ জানুয়ারি ২০২৫; আপডেট: ১৩:১০, ১৪ জানুয়ারি ২০২৫

শীতের সকালে জয়া আহসানের উষ্ণ মুগ্ধতা

অভিনেত্রী জয়া আহসান

অভিনেত্রী জয়া আহসান প্রায় সব সময়ই উষ্ণ মুগ্ধতা ছড়িয়ে বেড়ান ভক্তদের মাঝে। এবার শীতের সকালে উষ্ণ মুগ্ধতা ছড়িয়ে সবার নজর কারলেন ম্যাট রেড টপস পরা এই বিউটি কুইন। 

মঙ্গলবার (১৪ জানুয়ারি) সকাল সাড়ে ১১টার দিকে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের কিছু আবেদনময়ী ছবি পোস্ট করেন জয়া আহসান। আর এই ছবির ক্যাপশনে লিখেছেন, 'এক সন্দেহের ছায়া'!

ছবিতে দেখা যায়, ম্যাট রেড টপস পরেন এই বিউটি কুইন। সঙ্গে আর তেমন কিছু নেই। অর্থাৎ, না পরেছেন ভারী জুয়েলারি, না ছিল অতিরিক্ত মেকআপ এর ছোঁয়া। তার দারুণ সব ফ্যাশন সেন্স নিয়মিতই মুগ্ধ করে অনুরাগীদের। মোহনীয় লুকের অনেকগুলো পোজ দিয়েছেন। 

বয়সও পঞ্চাশের এর কোটায় জয়া আহসানের। এমন সময়েও নিজের রূপ-লাবণ্য ও ফ্যাশন সেন্স ধরে রাখায় রীতিমতো প্রশংসিত তিনি। 

এদিকে, জয়ার ছবির পোস্টের কমেন্টে বিভিন্ন মন্তব্য করেছেন নেটিজেনরা। একজন লেখেন, ‘বয়সের ছাপটা ধরে রাখার টিপস টা জানাবেন প্লিজ?’ জাকারিয়া লেখেন, ‘অসাধারণ চমৎকার লাগছে।’, মেহেক লেখেন, ‘শুভকামনা রইলো সবসময় এইভাবেই খুশি থেকো তুমি।’, সোহেল লেখন, ‘নিঃসন্দেহে জয়া আপু বাংলাদেশের সেরা নায়িকা।’

ব্যক্তিজীবনে পোশাক-আশাকে অনেকটাই শৌখিন জয়া আহসান। প্রায়শই ভিন্ন রূপে-অবতারে নিজেকে মেলে ধরেন তিনি। এইতো, মাস কয়েক আগে ভারতের এক ফিল্মফেয়ার অনুষ্ঠানে ভিন্নভাবে জামদানি পরে শাড়ির ফ্যাশনে নতুনত্ব তুলে ধরেছিলেন।

এম হাসান

×