ইউরোপের দেশ স্পেন্রে বাড়ি
স্পেনে ইউরোপের বাইরের বাসিন্দাদের কেনা বাড়িগুলোর উপর ১০০ ভাগ কর আরোপ করার পরিকল্পনা করা হচ্ছে। স্থানীয় সময় সোমবার (১৩ জানুয়ারি) দেশটির প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ এই পদক্ষেপের ঘোষণা দিয়েছেন।
পেদ্রো সানচেজ বলেছেন, ‘দেশের বাসস্থান সংকট মোকাবিলা করতে এই অভূতপূর্ব উদ্যোগ প্রয়োজন। পশ্চিম একটি গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জের মুখোমুখি- এমন একটি সমাজ হয়ে না যাওয়া যেখানে ধনী বাড়িওয়ালা এবং দরিদ্র ভাড়াটিয়াদের মধ্যে বিভাজন থাকে।’
তিনি বলেন, ‘২০২৩ সালে অ-ইইউ বাসিন্দারা স্পেনে ২৭,০০০ সম্পত্তি কিনেছেন। আর এগুলো জীবনের জন্য নয় বরং সেগুলো থেকে মুনাফা অর্জনের জন্য কিনেছেন তারা। যা, বর্তমান সংকটের প্রেক্ষাপটে, আমরা স্পষ্টতই অনুমোদন করতে পারি না।’
প্রধানমন্ত্রী পেদ্রো বলেন, ‘এই পদক্ষেপের উদ্দেশ্য হলো এটি নিশ্চিত করা যে প্রাপ্ত বাড়িগুলো বাসিন্দাদের জন্য অগ্রাধিকার পাবে।’
তিনি আরো বলেন, যারা তিন, চার বা পাঁচটি অ্যাপার্টমেন্টকে স্বল্পমেয়াদী ভাড়ায় ব্যবহার করেন তারা হোটেলের চেয়ে কম কর দেন, এটি ন্যায্য নয়।
তবে সানচেজ করটি কীভাবে কার্যকর হবে এবং এটি সংসদে উপস্থাপনের সময়সূচি সম্পর্কে কোনো বিস্তারিত তথ্য দেননি, যেখানে তিনি প্রায়ই যথেষ্ট ভোট সংগ্রহে সমস্যা মোকাবিলা করেন। তবে তার সরকার বলেছে, এই প্রস্তাব সতর্কতার সঙ্গে গবেষণা করার পর চূড়ান্ত করা হবে।
প্রধানমন্ত্রীর ঘোষিত ডজনখানেক পরিকল্পিত অন্যান্য পদক্ষেপগুলোর মধ্যে রয়েছে- সাশ্রয়ী আবাসন প্রদানকারী বাড়িওয়ালাদের জন্য কর অব্যাহতি, ৩০০০ টিরও বেশি বাড়ি একটি নতুন পাবলিক হাউজিং সংস্থায় স্থানান্তর এবং পর্যটন ফ্ল্যাটগুলোর উপর কঠোর নিয়ন্ত্রণ এবং উচ্চ কর।
সূত্র: বিবিসি।
এম হাসান