ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৪ জানুয়ারি ২০২৫, ১ মাঘ ১৪৩১

ঢাকা-করাচি ফ্লাইট শুরু চলতি বছরেই

অনলাইন রিপোর্টার

প্রকাশিত: ০১:০১, ১৪ জানুয়ারি ২০২৫

ঢাকা-করাচি ফ্লাইট শুরু চলতি বছরেই

বাংলাদেশ বিমান

পাকিস্তানের রাষ্ট্রদূত সৈয়দ আহমেদ মারুফ বলেন, এ বছরেই বাংলাদেশ থেকে সরাসরি পাকিস্তানে ফ্লাইট চলাচল শুরু হবে।  

সোমবার রাজধানীর একটি হোটেলে ঢাকা সফররত পাকিস্তানি ব্যবসায়ীদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন। 

সভায় পাকিস্তানের ফেডারেশন অব পাকিস্তান চেম্বার অব কমার্সের (এফপিসিসিআই) সভাপতি আতিফ একরাম শেখ জানান, সমুদ্র এবং আকাশপথে সরাসরি যোগাযোগের সুযোগ না থাকায় এতদিন বাংলাদেশ এবং পাকিস্তানের মধ্যে প্রত্যাশা অনুযায়ী বাণিজ্য বাড়েনি। 

গত অর্থবছর পাকিস্তান থেকে বাংলাদেশ আমদানি করেছে ৬২৮ মিলিয়নের ডলারের পণ্য। অন্যদিকে রপ্তানির পরিমাণ ছিল মাত্র ৬২ মিলিয়ন ডলারের। আমদানি পণ্যের তালিকায় রয়েছে পোশাক শিল্পের কাঁচামাল তুলা, কাপড়, পেঁয়াজ, চুনাপাথর, সোডা অ্যাশ ও রাসায়নিক। সম্প্রতি পাকিস্তানের করাচি থেকে কনটেইনার বহনকারী দুটি জাহাজ সরাসরি বাংলাদেশের চট্টগ্রাম বন্দরে আসে।  

শহীদ

×