ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৪ জানুয়ারি ২০২৫, ১ মাঘ ১৪৩১

শেখ পরিবারকে কেন অভিশপ্ত পরিবার বললেন ফাহাম আবদুস সালাম?

প্রকাশিত: ০১:০০, ১৪ জানুয়ারি ২০২৫; আপডেট: ০১:০০, ১৪ জানুয়ারি ২০২৫

শেখ পরিবারকে কেন অভিশপ্ত পরিবার বললেন ফাহাম আবদুস সালাম?

ছবি: সংগৃহীত

সোমবার (১৩ জানুয়ারি) এক ফেসবুক পোস্টে লেখক ও বিশ্লেষক ফাহাম আবদুস সালাম  শেখ পরিবার সম্পর্কে মন্তব্য করেন। তিনি রাজনৈতিক প্রেক্ষাপট বাদ দিয়ে পারিবারিক দৃষ্টিকোণ থেকে পরিবারের বৈশিষ্ট্য ও সম্পর্কের বিষয়ে আলোচনা করেন।

 

ফাহাম আবদুস সালাম তার পোস্টে দাবি করেন, শেখ পরিবারের অভ্যন্তরীণ সম্পর্ক ও আচরণ অন্য সাধারণ বাঙালি মুসলিম পরিবারের থেকে আলাদা। 

ফাহাম আবদুস সালাম ফেসবুক পোস্টে বলেন, আমি মাঝে মাঝেই ভাবি - শেখ পরিবারটা আসলে কী ধরনের পরিবার? আমি রাজনীতির কথা বলছি না। জাস্ট স্বাভাবিক বাঙালি মুসলমান পরিবার হিসাবে বিবেচনা করি। আমি আমার জীবনে এর চেয়ে ডিসফাংশনাল কোনো পরিবার আসলেই দেখি নাই। এই পরিবারের যেকোনো সদস্য যদি একটা স্বাভাবিক বাঙালি মুসলমান পরিবারের সাথে একই ছাদের নীচে দুই-বছর থাকে - এরা মনে করবে যে বিদেশে এসেছে। পিওর সেন্সে একটা অভিশাপগ্রস্থ পরিবার।

 

ফাহাম আবদুস সালাম ফেসবুক পোস্টে আরো বলেন, আমার ভাইয়ের এক বন্ধু, ছোটোবেলায় ধানমন্ডিতে জয়ের সাথে সাইকেল চালানো বাডি ছিলো বলে বাড়ীতে যাতায়াত করতো। উনি বলছিলেন যে জীবনে তিনি প্রথম শোনেন এবং জানতে পারেন যে একটা মেয়ে বাচ্চা তার মা'কে গালাগালি করতে পারে। ঘটনাটা ৮৩-৮৪ সালের। সত্যবাদিতার জন্য মেয়েটিকে ১০/১০ দিচ্ছি কিন্তু মনে রাখবেন যে একটা ৮/৯ বছরের মেয়ে তার মা'কে সেই গালি দিচ্ছে যেটা ফাহাম আব্দুস সালামও ঐ মেয়ের মা'কে না দেয়ার ভান করে।

তাবিব

×