ডা. এ জেড এম জাহিদ হোসেন
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার চিকিৎসা বিষয়ে সব রিপোর্ট আগামী শুক্রবারের মধ্যে প্রস্তুত হবে বলে জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক ডা. এ জেড এম জাহিদ হোসেন। সোমবার (১৩ জানুয়ারি) লন্ডনের দ্য ক্লিনিক হাসপাতালের সামনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান।
জাহিদ হোসেন জানান, ন্যাপ্রলজি কনসালটেন্ট, হেপাটোলজি কনসালটেন্ট ও লিভার ট্রান্সপ্লান্টসহ বিভিন্ন বিষয়ে ডাক্তাররা প্রতিদিনই উনার (খালেদা জিয়া) স্বাস্থ্য পরীক্ষা করছেন। পরীক্ষার রিপোর্টের উপর ভিত্তি করে কিছু কিছু পরিবর্তন করা হচ্ছে। এছাড়া অতীতে বাংলাদেশে উনার যে-সব চিকিৎসা হয়েছে এখন কিছু কিছু চিকিৎসার পরিবর্তন এনেছেন ডাক্তাররা। খালেদা জিয়ার লিবার ডিজিজ এবং হার্টের যে সমস্যা রয়েছে সেগুলোর রিপোর্ট এখনো কমপ্লিট হয়নি।
তিনি আরও বলেন, শুক্রবারের মধ্যে সব রিপোর্ট প্রস্তুত হবে বলে আশা করা হচ্ছে। চিকিৎসকরা এখন চিকিৎসায় অতিদ্রুত যে-সব পরিবর্তন আনা দরকার সেগুলো আনছেন। ওনার পরবর্তী চিকিৎসা কতটুকু প্রয়োজন বা কতটুকু দরকার সে বিষয়েই এখন আলোচনা হচ্ছে।
উল্লেখ্য, ৮ জানুয়ারি খালেদা জিয়া উন্নত চিকিৎসার জন্য লন্ডনে যান। ওই দিনই লন্ডনের হিথরো বিমানবন্দর থেকে সরাসরি তাকে লন্ডনের বিশেষায়িত বেসরকারি হাসপাতাল দ্য ক্লিনিকে ভর্তি করানো হয়। বর্তমানে খালেদা জিয়া এই হাসপাতালে অধ্যাপক জন প্যাট্রিক কেনেডির অধীন চিকিৎসাধীন আছেন।
আশিক