ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৪ জানুয়ারি ২০২৫, ১ মাঘ ১৪৩১

গ্যাসের দাম বৃদ্ধি করে জনগণের দুর্ভোগ বাড়ানোর চেষ্টা করবেন না: কর্ণেল অলি

প্রকাশিত: ০০:০৪, ১৪ জানুয়ারি ২০২৫; আপডেট: ০০:১০, ১৪ জানুয়ারি ২০২৫

গ্যাসের দাম বৃদ্ধি করে জনগণের দুর্ভোগ বাড়ানোর চেষ্টা করবেন না: কর্ণেল অলি

ছবি: সংগৃহীত

বর্তমান সরকারকে সাবধান করে দিয়ে লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) সভাপতি কর্ণেল (অব.) অলি আহমদ বলেছেন, “গ্যাসের দাম বৃদ্ধি করে জনগণের দুর্ভোগ বাড়ানোর চেষ্টা করবেন না। এ সময় বিশ্ববাজারের দামের ঊর্ধ্বগতির মধ্যে দেশের পরিস্থিতি আরও খারাপ হতে পারে। আমি গ্যাস উপদেষ্টাকে অনুরোধ করছি নতুন গ্যাস কুপের অনুসন্ধান করতে।”

তিনি বলেন, “গ্যাসের দাম বাড়ানোর সিদ্ধান্ত সরকারের জন্যও ক্ষতিকর হতে পারে, তাই এটি জনগণের জন্য নয়, সরকারের পক্ষ থেকে সহ্য করার প্রয়োজনীয়তা থাকবে।”

বিএনপির সঙ্গে সরকারের বিরোধ নিয়ে তিনি আরও বলেন, “আমরা আপাতত বিএনপির সাথে আছি কারণ তাদের কর্মসূচি আমাদের সাথে অনেকটা মিলে যায়। তবে আমাদের নিজস্ব কর্মসূচি রয়েছে এবং আমরা আমাদের অবস্থান থেকে সরে যাব না। সমমনা দলগুলিকে নিয়ে ঐক্যবদ্ধ কর্মসূচি প্রণয়ন করা উচিত।”

তিনি দেশব্যাপী সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি এবং পার্বত্য চট্টগ্রামে অশান্তি নিয়ে বলেন, “এখন পার্বত্য চট্টগ্রাম অশান্ত হয়ে উঠছে। এটি ভারতের স্বার্থে একটি চুক্তির কারণে ঘটেছে। সাবেক প্রধানমন্ত্রী হাসিনা দেশের স্বার্থবিরোধী চুক্তি করেছেন, যা জনগণের ক্ষতি করছে।”

কর্ণেল অলি আরও বলেন, “বর্তমান সরকারকে বলব, তাদের অবস্থাও ভালো না, সাবধান হয়ে যান। পরিস্থিতি এমন হতে পারে যে, আপনাদের পালাতে হতে পারে।”

তিনি জনগণের প্রতি আহ্বান জানান, “দেশের জনগণের মঙ্গলের জন্য আমরা নিজেদের কর্মসূচি থেকে বিচ্যুত হবো না, তবে অন্য দলের সঙ্গে একত্রিত হয়ে একটি ঐক্যবদ্ধ কর্মসূচি গ্রহণ করা হবে। বর্তমান সরকারের বিরুদ্ধে প্রয়োজনে আমরা আন্দোলনে নামব।”

ভিডিও দেখুন: https://youtu.be/9SVIxztJwl8?si=9IWpgB9LBigcndTy

এম.কে.

×