ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৪ জানুয়ারি ২০২৫, ১ মাঘ ১৪৩১

বর্তমান সরকারকেও পালাতে হতে পারে: কর্ণেল অলি

প্রকাশিত: ২৩:৪৯, ১৩ জানুয়ারি ২০২৫; আপডেট: ০০:০৭, ১৪ জানুয়ারি ২০২৫

বর্তমান সরকারকেও পালাতে হতে পারে: কর্ণেল অলি

ছবি: সংগৃহীত

লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) সভাপতি কর্ণেল (অব.) অলি আহমদ বর্তমান সরকারের প্রতি সতর্কবার্তা দিয়ে বলেছেন, "আপনারাও সাবধান হয়ে যান, কারণ আপনারাও হয়তো পালাতে হইতে পারে।"

তিনি আরও বলেন, "আমরা আপাতত বিএনপির সাথে আছি, কারণ আমাদের কর্মসূচি এবং তাদের কর্মসূচি প্রায় এক রকম। যদি অন্য দলের সাথে আমাদের কর্মসূচির মিল থাকে, তবে আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করব।"

তিনি দেশের জনগণের স্বার্থে সরকারের বিরুদ্ধে আন্দোলনের প্রস্তুতি নেয়ার কথা উল্লেখ করে বলেন, "আমরা কোনো দলের সেবা দাস হিসেবে কাজ করব না, বরং দেশের জনগণের জন্য যেটা ভালো, সেটাই করতে চাই।"

তিনি আরও বলেন, "সরকার যদি আমাদের কর্মসূচি মানে না, তবে আমরা রাস্তায় নামবো।"

পাহাড়ি অঞ্চলে অশান্তির প্রসঙ্গে তিনি বলেন, "পার্বত্য চট্টগ্রামে অশান্তি সৃষ্টি হচ্ছে, কারণ হাসিনা সরকারের ভারতবিরোধী চুক্তির ফলে জনগণের ক্ষতি হচ্ছে।"

তিনি এই চুক্তি বাতিলের জন্য সরকারের প্রতি আহ্বান জানান।

অলি আহমদ আরও বলেন, "এ সরকার যতটুকু দুর্নীতির শিকার হয়েছে, ততটুকু সময় তারা আরেকটি ‘মুক্তিযুদ্ধ’ বা জনগণের জন্য কোনো কাজ করতে পারবেন না।"

ভিডিও দেখুন: https://youtu.be/9SVIxztJwl8?si=9IWpgB9LBigcndTy

এম.কে.

×