ছবি: সংগৃহীত
বেশ কিছুদিন ধরে ভারত-বাংলাদেশ সীমান্তে চলছে অরাজকতা। শুরু হয়েছিল বাংলাদেশ ভারতের সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণের মাধ্যমে।
বাংলাদেশকে অবগত না করে সীমান্তে কাঁটাতারের বেড়া দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল ভারত। এমনকি কাজও শুরু করেছিল। সীমান্তরক্ষী এবং সীমান্তবর্তী এলাকার মানুষের প্রতিবাদে তারা কাঁটাতারের বেড়া নির্মাণ করতে পারেনি, বারবার ব্যর্থ হয়েছে।
এরপরেও তারা একবার বলেছিল একদিন সকালে ঘুম থেকে উঠে দেখবে বাংলাদেশ নেই। এবার সেই প্রসঙ্গে কথা বললেন নরেন্দ্রনাথ মজুমদার।
সম্প্রতি দেশের এক গণমাধ্যমের সামনে এসে তিনি বলেন, ভারতকে স্পষ্ট ভাবে জানিয়ে দিতে চাই ১৫০ গজের যদি ১ ইঞ্চিও বা ১৫৯ গজ হয়, আমরা সেটাকে ভেঙে ফেলে দিয়ে সেটাকে ছুড়ে ফেলে দিব।
এক রাতে ঘুম থেকে উঠে দেখবে বাংলাদেশ নেই বিষয়টা খুবই একটা হাস্যকর ঘটনা হবে যদি এইরকম কিছু হয় তাহলে ইউক্রেনের কাছে যেমন রাশিয়া বোকা হয়ে গেছে বাংলাদেশের কাছে ভারত হেরে বোকা হয়ে যাবে।
তিনি বলেন, 'আন্তর্জাতিক যে সীমারেখা থাকে সেটি একেক জায়গায় একেক রকম হয়। বাংলাদেশে ১৫০ গজ। ইন্ডিয়া চায়না দুই দেশে সীমান্তে অস্ত্র বহন নিষিদ্ধ। আমি চাই ভারত বাংলাদেশ বর্ডারে সীমান্ত রক্ষীদেরও অস্ত্র বহন করা নিষিদ্ধ হোক।'
রাশিয়া ইউক্রেন যুদ্ধের কথা তুলে তিনি বলেন, '২০২১ সালে যখন রাশিয়া ইউক্রেনের যুদ্ধ শুরু হয় তখন সারা বিশ্ব হাসাহাসি করছিল। আজ ২৫ সাল রাশিয়া এখনো বিজয় অর্জন করতে পারেনি। রাশিয়া বড় দেশ ইউক্রেন ছোট দেশ তারপরেও।'
এ নিয়ে বলেন, 'ভারত যদি মনে করে সে বড় দেশ, তাহলে বিষয়টা হাস্যকর হবে। ভারত যেভাবে বলেছে একদিন সকালে ঘুম থেকে উঠবে বা উঠে দেখবে বাংলাদেশ নেই এ বিষয়টা খুবই হাস্যকর হবে।'
এমন আচরণের কারন হিসেবে তিনি বলেন, 'আমার মনে হচ্ছে এটি সম্পূর্ণ একটি রাজনৈতিক কাজ। তারা চাইছে বাংলাদেশকে দুর্বল রাষ্ট্র হিসেবে প্রমাণ করতে, বাংলাদেশকে ব্যর্থ রাষ্ট্র হিসেবে প্রমাণ করতে।'
সূত্রঃ https://www.youtube.com/watch?v=HOPsT4VdrpM
শিলা ইসলাম