ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৪ জানুয়ারি ২০২৫, ১ মাঘ ১৪৩১

জাতীয়
এক নারীর তিন বিয়েতে দাম্পত্য কলহের জেরে জুলাই হত্যা মামলায় ‘নাম’!

এক নারীর তিন বিয়েতে দাম্পত্য কলহের জেরে জুলাই হত্যা মামলায় ‘নাম’!

রাজধানীতে এক নারীর তিন বিয়ে ও তিন সন্তানের পিতৃপরিচয় নিয়ে চাঞ্চল্যের সৃস্টি হয়েছে। স্বামী-স্ত্রীর মধ্যকার দাম্পত্য কলহের সূত্রে এক ব্যক্তিকে জুলাই মাসে ঢাকার যাত্রাবাড়িতে ছাত্র হত্যা মামলায় আসামি করার ঘটনায় নানা প্রশ্ন উঠেছে। আবার ওই হত্যা মামলায় নিহতের পরিবারের কেউ বাদি না হয়ে প্রাইভেট শিক্ষক বাদি হওয়ায় রহস্য ঘনীভূত হয়েছে। এজাহারে উল্লেখিত যাত্রাবাড়িতে ইফাত হাসান খন্দকার (১৬) নামে ছাত্র নিহতের ঘটনার সময় সারোয়ার জাহান বাপ্পী নামে ওই ব্যক্তি বসুন্ধরার এলাকার বাসায় ছিলেন এমন প্রমান থাকায় হত্যা মামলার তদন্ত কর্মকর্তা পড়েছেন গোলকধাঁদায়। এর আগে ওই ব্যক্তির নামে তার স্ত্রী বিভিন্ন অভিযোগে পাঁচটি মামলা করেন। সেসব মামলা বিচারাধীন। বাপ্পীও তার স্ত্রীর নামে দুটি মামলা করেছেন। যার একটি বিচারাধীন আরেকটি নিষ্পত্তি হয়েছে। স্বামী ও স্ত্রীর পরস্পরের বিরুদ্ধে অভিযোগ আলোড়ন সৃষ্টি করেছে। ঘটনার বিবরণে প্রকাশ, ফেসবুকে পরিচয়ের সূত্র ধরে রুকাইয়া তাহসিনা নামে এক নারীকে বিয়ে করেন টেলিভিশন ও ওটিটি প্লাটফর্মের প্রযোজক সারওয়ার জাহান বাপ্পি। ভালো মন্দ মিলিয়ে চলছিলো সংসার। একে একে তাদের ঘর আলো করে জন্ম নেয় ৩ সন্তান। এরই মধ্যে এক সন্তানের ক্যান্সার ধরা পড়ে। সন্তানের চিকিৎসার সময় সারওয়ার বুঝতে পারেন- তিনিসহ ৩ স্বামীর সংসার করছেন তার স্ত্রী। অন্য দুই স্বামীও জানেন ওই ৩ সন্তান তাদের। সারওয়ার দাবি করেছেন, ৩ বিয়ের বিষয়টি জানাজানি হলে ধামাচাপা দিতে তাকে ৫টি মামলার আসামি করেন তাহসিনা। সবশেষ সারওয়ার ডিভোর্সের পথে হাটলে হুট করেই যাত্রাবাড়ী থানার জুলাই আগষ্ট ছাত্র হত্যা একটি মামলার আসামি তালিকায় তার নাম দেখে হতভম্ব হন। সারওয়ার অভিযোগ করছেন, হয়রানী বাড়াতে স্ত্রীই মামলাবাজ সিন্ডিকেটের মাধ্যমে ওই মামলায় তার নাম জুড়ে দিয়েছেন।

adbilive
adbilive
দ্রুত নির্বাচনের তারিখ ঘোষণা  করুন : রুহুল কবির রিজভী 

দ্রুত নির্বাচনের তারিখ ঘোষণা  করুন : রুহুল কবির রিজভী 

অর্ন্তবর্তী সরকারকে নির্বাচনের তারিখ ঘোষণা করার আহ্বান জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, ‘ড. মুহাম্মদ ইউনুস সাহেবের সরকারকে সমস্ত গণতান্ত্রিক রাজনৈতিক দল সমর্থন দিয়েছে। উনি একজন গুণী মানুষ। তিনি বাংলাদেশের জন্য সম্মান বয়ে এনেছেন। কিন্তু তাকে কোনো ধরনের বিভ্রান্তির মধ্যে যদি কেউ ফেলে তাহলে মানুষের মধ্যে প্রশ্ন জাগে। আপনি অবাধ-সুষ্ঠু নির্বাচনের জন্য তারিখ ঘোষণা করুন। আপনিই বলুন যে এত সময়ের মধ্যে নির্বাচন হবে। আমরা আশা করি, সরকার যথাযথ উদ্যোগ গ্রহণ করবে এবং সত্যিকার অর্থে একটা গণতন্ত্র আসবে, মানুষ স্বাধীন থাকবে।’

৩ কায়দায় শীঘ্রই ঘোষণাপত্র

৩ কায়দায় শীঘ্রই ঘোষণাপত্র

জুলাই বিপ্লবের ঘোষণাপত্র নিয়ে চলছে টানাপোড়েন। রক্তভেজা বিজয়ের পাঁচ মাসেও আসেনি ঘোষণা। ৩১ ডিসেম্বর কেন্দ্রীয় শহীদ মিনারে ঘোষণাপত্র ডেটলাইন দিয়ে হোঁচট খায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। ঘোষণার দায়ভার কাঁধে নেয় ড. ইউনুছ সরকার, বলা হয় সরকারের পক্ষ থেকেই ঘোষণাপত্র আসবে। শিক্ষার্থীরাও ১৫ জানুয়ারি পর্যন্ত আল্টিমেটাম দিয়ে রাজপথে নামেন। একটা অংশ ৬ জানুয়ারি থেকে ১১ জানুয়ারি পর্যন্ত সারাদেশে লিফলেট বিতরণ, সমাবেশ ও জনসংযোগের মাধ্যমে জনসমর্থনের কাজে নেমে পড়েন। আরেকটা অংশ পর্দার আড়ালে রাজনৈতিক দলগুলোর দরবারে বৈঠকে বসেন। এর মধ্যেই হঠাৎ ইউটার্ন সরকারের।

বার্সেলোনার শ্রেষ্ঠত্ব পুনরুদ্ধার

বার্সেলোনার শ্রেষ্ঠত্ব পুনরুদ্ধার

স্প্যানিশ সুপার কাপের শ্রেষ্ঠত্ব পুনরুদ্ধার করেছে বার্সেলোনা। রবিবার প্রথমে পিছিয়ে পড়েও শেষ পর্যন্ত হ্যান্সি ফ্লিকের দল ৫-২ গোলে বিধ্বস্ত করে চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদকে। বছরের প্রথম এল ক্ল্যাসিকোতে রিয়াল মাদ্রিদকে বিধ্বস্ত করে স্প্যানিশ সুপার কাপের রেকর্ড ১৫তম ট্রফি উঁচিয়ে ধরার নজিরও গড়ে ১০ জনের দলে পরিণত হওয়া বার্সেলোনা। অন্যদিকে সুপার কাপের শ্রেষ্ঠত্ব ধরে রাখতে পারলে কাতালান ক্লাবটির রেকর্ডে ভাগ বসানোর সুযোগ ছিল রিয়াল মাদ্রিদের সামনে। কিন্তু লস ব্ল্যাঙ্কোসদের হতাশায় ডুবিয়ে মরুর বুকে বছরের প্রথম শিরোপা জয়ের উৎসব করেছে ইয়ামাল-লেভানডোস্কি-রাফিনহারা। সৌদি আরবের জেদ্দার কিং আব্দুল্লাহ স্পোর্টস সিটিতে রবিবার মুখোমুখি হয় স্পেনের দুই জায়ান্ট ক্লাব। ম্যাচের শুরু থেকেই আক্রমণের পসরা সাজায় রিয়াল-বার্সেলোনা। শুরুটা বার্সেলোনা করলেও  তার ফল ভোগ করে রিয়াল মাদ্রিদ। ম্যাচের ৫ মিনিটেই ভিনিসিয়াস জুনিয়রের কাছ থেকে বল নিয়ে  নিজের ট্রেডমার্ক দৌড়ে প্রতিপক্ষের খেলোয়াড়দের বোকা বানিয়ে বার্সেলোনার জালে বল জড়ান কিলিয়ান এমবাপে। গোল হজম করেই যেন দিশেহারা হয়ে পড়ে কাতালান ক্লাবটি। ম্যাচে ফেরার জন্য মরিয়া হয়ে উঠে হ্যান্সি ফ্লিকের শিষ্যরা। প্রথমার্ধের ২২ মিনিটেই গোল করে সমতায় ফিরে বার্সেলোনা। গোলের নায়ক স্প্যানিশ তরুণ লামিন ইয়ামাল। শান্ত মাথায় প্রতিপক্ষের জালে বল জড়িয়ে নিজেদের সমর্থকদের উচ্ছ্বাসের জোয়ারে ভাসার দারুণ এক উপলক্ষ এনে দেন কাতালানদের ১৭ বছর বয়সী এই তরুণ। সমতায় ফিরে যেন আরও বেশি জ্বালানি পেয়ে যায় হ্যান্সি ফ্লিকের শিষ্যরা। ম্যাচের ৩৬ মিনিট থেকে বিরতিতে যাওয়ার আগে রিয়ালের জালে আরও ৩ গোল করে বার্সা। ৩৬ মিনিটে গাবিকে এদুয়ার্দো কামাভিঙ্গা বক্সের মধ্যে ফাউল করলে পেনাল্টি পায় বার্সা। ১১ গজ দূরত্ব থেকে গোল করে কাতালানদের লিড এনে দেন লেভানডোস্কি। ২ মিনিট পর রাফিনহা অসাধারণ দর্শনীয় এক হেডে গোল করলে ব্যবধান দাঁড়ায় ৩-১। প্রথমার্ধের যোগ করা সময়ের ৯ মিনিটে ডিফেন্ডার বালদে গোল করলে কার্যত ম্যাচ থেকেই ছিটকে যায় রিয়াল মাদ্রিদ। কেননা, ততক্ষণে যে ৪-১ গোলে এগিয়ে যায় হ্যান্সি ফ্লিকের দল। ৪৮ মিনিটে মার্ক কাসাদোর পাস ধরে অ্যান্তোনিও রুডিগার ও অঁরিলিয়ে চুয়ামেনিকে পরাস্ত করে ব্যক্তিগত দ্বিতীয় গোল করেন বার্সেলোনার ব্রাজিলিয়ান ফরোয়ার্ড রাফিনহা। ফ্রি কিক থেকে দারুণ এক শটে ব্যবধান ৫-২ করেন রদ্রিগো। ম্যাচের বাকি ৩৪ মিনিটসহ যোগ করা সময়ে ১০ জনের বার্সেলোনাকে পেয়েও তেমন কিছু করে দেখাতে পারেনি কার্লো আনচেলত্তির শিষ্যরা। ফলে বড় জয় নিয়েই মাঠ ছাড়ে বার্সেলোনা। সেইসঙ্গে হ্যান্সি ফ্লিকের অধীনে প্রথম ট্রফি জয়ের আনন্দে মাতে কাতালান ক্লাবটি। বার্সেলোনার কোচ হিসেবে প্রথম শিরোপা জিতে দারুণ রোমাঞ্চিত হ্যান্সি ফ্লিক। ম্যাচের শেষে তিনি বলেন, ‘আমি সত্যিই অনেক গর্বিত। দলকে নিয়ে গর্বিত, সব স্টাফ, এই ক্লাব, সমর্থক, সবাইকে নিয়ে। অবিশ্বাস্য একটা ম্যাচ হলো। কোচদের জন্য অবশ্য অতটা (দুর্দান্ত) নয়। তবে সমর্থকদের জন্য সত্যিই চমৎকার।’