ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৪ জানুয়ারি ২০২৫, ১ মাঘ ১৪৩১

মির্জা ফখরুল ও চীনা রাষ্ট্রদূতের বৈঠক

স্টাফ রিপোর্টার

প্রকাশিত: ২১:৪৫, ১৩ জানুয়ারি ২০২৫

মির্জা ফখরুল ও  চীনা রাষ্ট্রদূতের  বৈঠক

.

ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েনের সঙ্গে বৈঠক করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সোমবার রাজধানীর বারিধারায় চীনের দূতাবাসে এ বৈঠক অনুষ্ঠিত হয়। বেলা ১১টায় শুরু হয়ে বৈঠক চলে দুপুর ১২টা পর্যন্ত।
জানা যায়, চীনের রাষ্ট্রদূতের সঙ্গে বিএনপি মহাসচিবের বৈঠককালে দুই দেশের স্বার্থ-সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা হয়। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন, দেশের রাজনীতি ও অর্থনীতি নিয়েও আলোচনা হয়। তবে বৈঠক শেষে কোনো পক্ষ থেকেই আনুষ্ঠানিকভাবে সাংবাদিকদের কিছু জানানো হয়নি।

×